পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফ্রিজ থেকে যুবতির টুকরো দেহ উদ্ধারে প্রধান অভিযুক্তর খোঁজ পেল বেঙ্গালুরু পুলিশ - Bengaluru Women Murder Case - BENGALURU WOMEN MURDER CASE

Bengaluru Police: চিহ্নিত করা হয়েছে বেঙ্গালুরুতে যুবতি খুনের ঘটনার প্রধান অভিযুক্তকে ৷ শীঘ্রই তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে জানাল পুলিশ ৷ একই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

Bengaluru News
বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 8:14 PM IST

বেঙ্গালুরু, 23 সেপ্টেম্বর: তরুণীকে খুন করে টুকরো টুকরো করার ঘটনায় ভিনরাজ্যের যোগ দেখছে বেঙ্গালুরু পুলিশ ৷ খুনে অভিযুক্ত অন্য রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ মৃত তরুণীর মতো সেও বেঙ্গালুরুতে কয়েকবছর ধরে ভাড়া থাকত ৷ নিখোঁজ অভিযুক্তের খোঁজ পেতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে চলেছে। ওই ব্য়ক্তি কোথায় যেতে পারে তাও প্রাথমিকভাবে অনুমান করতে পেরেছে পুলিশ। গ্রেফতারের পর বিস্তারিত তথ্য় জানা যাবে বলে সোমবার জানিয়েছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ ৷

তদন্তকারীদের অনুমাুন, হত্যাকারী তরুণীকে খুন করার পর তাঁর দেহ টুকরো টুকরো করে একটি স্যুটকেসে ভরে রাখার চেষ্টা করে। তবে তা স্যুটকেসে রাখতে না পেরে ফ্রিজে রেখে পালিয়ে যায় বলে জানায় পুলিশ । এই বিষয়ে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ জি পরমেশ্বর বলেন,"যত তাড়াতাড়ি সম্ভব আমরা অভিযুক্তদের গ্রেফতার করব ৷"

তদন্তে জানা গিয়েছে, ঘটনায় প্রাণ গিয়েছেে নেপালের 29 বছর বয়সি এক মহিলার । তাঁর নাম মহালক্ষ্মী ৷ গন্ধ যাতে না পাওয়া যায় তার জন্য শরীরে রাসায়নিক স্প্রেও করা হয়েছিল । ইতিমধ্যেই তাকে খুঁজে বের করতে কেন্দ্রীয় বিভাগের ডিসিপি শেখরের নেতৃত্বে 6টি বিশেষ দল গঠন করা হয়েছে । যে বাড়িতে ঘটনাটি ঘটেছে তার আশেপাশের এলাকার শতাধিক সিসিটিভি ক্যামেরা চেক করেছে পুলিশ ।

প্রসঙ্গত, বেঙ্গালুরুর ভ্যালিকাবল এলাকায় এক যুবতিকে খুন করে দেহ ফ্রিজে রাখা হয় ৷ জন্মসূত্রে নেপালি ওই যুবতি বেশ কিছুদিন ধরেই বেঙ্গালুরুতে ছিলেন ৷ তিনি যে বিবাহিত তা জানতেন না যুবতির পরিবার ৷ তবে পারিবারিক কারণে গত পাঁচমাস ধরে তিনি একাই থাকতেন বাড়িতে ৷ সেই বাড়ির ফ্রিজ থেকেই টুকরো দেহাংশ উদ্ধার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details