নয়াদিল্লি, 9 মার্চ:লোকসভা ভোটের আগেই হতবাক করলেন অরুণ গোয়েল। নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। কী কারণে পদত্যাগ সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । তবে তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মূ। পদত্যাগ পত্র গ্রহণ করার পর আইনমন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানান হয়েছে, 9 মার্চ অর্থাৎ শনিবারই অরুণ গোয়েলের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, যা আজ থেকেই কার্যকর হল ৷
2022 সালের 21 নভেম্বর নির্বাচন কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন গোয়েল ৷ 2024 সালে ঠিক লোকসভা ভোটের আগে পদত্যাগ করলেন ৷ গত সপ্তাহেই পশ্চিমবঙ্গে এসেছিলেন অরুণ গোয়েল ৷ রাজ্যে তখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসে ৷ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে ছিলেন গোয়েলও ৷ এরপরই হঠাৎ তাঁর পদত্যাগে স্বভাবতই বিস্মিত হয়েছে বিশিষ্ট মহল ।
ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের পদত্যাগ ঘিরে সরব হয়েছে বিরোধীরা । তৃণমূলের রাজ্যসভার সাংসদ শাকেত গোখলে এক্স হ্যান্ডেলে লিখেছেন, অরুণ গোয়েল পদত্যাগ করলেন । অর্থাৎ এখন নির্বাচন কমিশনে একজন রইলেন । তিনি খোদ মুখ্য নির্বাচন কমিশনার । এবার চব্বিশের লোকসভা ভোটের আগে মোদি বাকি নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন ।