বেঙ্গালুরু, 31 মে: সাসপেন্ড হওয়া জেডি (এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে 6 জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠাল আদালত ৷ শুক্রবার ভোরে জার্মানির মিউনিখ থেকে দেশে ফেরার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতিকে যৌন নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয় । তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল তাঁকে জিজ্ঞাসাবাদ করবে । এসআইটি তাঁকে ডাক্তারি পরীক্ষার পর আদালতে হাজির করে ৷ এরপর পুলিশ তাঁকে হেফাজতে নিতে চাইলে প্রজ্জ্বলকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বেঙ্গালুরুর আদালত ।
বাড়িতে পরিচারিকার কাজ করা এক মহিলার অভিযোগের ভিত্তিতে যৌন নির্যাতনের এবং অপরাধমূলক ভাবে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে রেভান্নাকে ৷ তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির তিনটি মামলা রয়েছে ৷ ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় তাঁর হাতে যৌন হয়রানির শিকার হতে দেখা গিয়েছে মহিলাদের ৷ সে ব্যাপারে তদন্ত করতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বিশেষ তদন্তকারী দল ৷ কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ার প্রায় এক মাস পর আজ ভোরে বার্লিন থেকে ভারতে ফিরে আসেন রেভান্না ৷ এরপরই বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ ৷