পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরাখণ্ডে ফের গণধর্ষণ ! অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু পুলিশের - UTTARAKHAND RAPE CASE

Uttarakhand Gang Rape: দুটি পৃথক ধর্ষণের ঘটনা একই থানা এলাকায় ৷ ফের খবরের শিরোনামে উত্তরাখণ্ড ৷ একদিকে গণধর্ষণ ও অন্যদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৷ দু'টি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Gang Rape Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 4:19 PM IST

হরিদ্বার, 25 অগস্ট: ফের গণধর্ষণের ঘটনা উত্তরাখণ্ডে ৷ দেরাদুনের পর এবার ঘটনাস্থল হরিদ্বার ৷ এখানকার পিরান কালিয়ার থানা এলাকায় দু'টি ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এসেছে ৷ এই ঘটনায় পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে ৷ ধৃতদের বিরুদ্ধে পকসো, অপহরণ-সহ অন্যান্য ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

প্রথম ঘটনা :

একজন মহিলার অভিযোগের ভিত্তিতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি-সহ পুলিশ মোট চারজনকে গ্রেফতার করেছে । ওই মহিলা পুলিশে অভিযোগ করে বলেছেন যে, শনিবার সন্ধ্যায় তাঁর স্বামী, মেয়ে এবং নাতি পশুদের জন্য খাবার সংগ্রহ করতে মাঠে গিয়েছিলেন । এরপর কিছুক্ষণের জন্য মেয়ে ও নাতিকে মাঠে রেখে তাঁর স্বামী ক্ষেত থেকে পশুদের জন্য কাটা খাবার বাড়িতে রাখতে আসেন ৷ কিছুক্ষণ পর ফের মাঠে পৌঁছে দেখেন তাঁর নাতি রাস্তার মাঝে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে ৷ মেয়ের কোনও খোঁজ তিনি পাননি ।

জ্ঞান ফিরলে নাতি জানায়, কয়েকজন ছেলে তাদের দু'জনকে তুলে নিয়ে গিয়েছিল ৷ চারপাশে কোথাও মেয়েকে খুঁজে না পেয়ে নাতিকে নিয়ে বাড়ি ফিরে আসেন ওই ব্যক্তি ৷ এরপর গভীর রাতে মেয়ে হতাশাগ্রস্ত অবস্থায় আলুথালু বেশে বাড়ি পৌঁছে তাঁর সঙ্গে কী হয়েছে খুলে বলে ৷ জানায়, চারজন তাঁর সঙ্গে অন্যায় করেছে ৷ এই ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে ৷ গোটা বিষয়টি নির্যাতিতার মায়ের কাছ থেকে শুনে পুলিশ চারজনকে গ্রেফতার করে ৷

দ্বিতীয় ঘটনা :

ধর্ষণের দ্বিতীয় ঘটনাটি ঘটেছে একই থানা এলাকায় ৷ সেখানে একজন মহিলা পুলিশে অভিযোগ করেছেন যে তার পাড়ায় বসবাসকারী এক যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় দুই বছর ধরে তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে । এই অভিযোগের ভিত্তিতে, পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পকসো আইন, ধর্ষণ এবং অন্যান্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে । দু'টি ঘটনা প্রসঙ্গে পিরান কালিয়ার থানার এসএসআই আমির খান জানান, অভিযোগের ভিত্তিতে পৃথক দু'টি মামলায় অজ্ঞাত ব্যক্তি-সহ পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে । দুটি ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details