নয়াদিল্লি, 1 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর কাচাথিভু দ্বীপ নিয়ে এবার মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সোমবার তিনি দাবি করেন, কংগ্রেসের প্রধানমন্ত্রীরা কাচাথিভু দ্বীপ সম্পর্কে বারংবার নিজেদের উদাসীনতা প্রকট করেছেন ৷ বিপরীতে আইনি মতামত থাকা সত্ত্বেও ভারতীয় মৎসজীবীদের অধিকার হরণ করেছেন বলেও অভিযোগ করেন জয়শঙ্কর।
এদিন বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, "জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধির মতো প্রধানমন্ত্রীরা 1974 সালে একটি সামুদ্রিক সীমানা চুক্তির অংশ হিসাবে শ্রীলঙ্কাকে দেওয়া কাচাথিভুকে ছোট দ্বীপ এবং ছোট শিলাখণ্ড হিসাবে চিহ্নিত করেছিলেন ৷" এর সঙ্গেই বিদেশমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, "এই সমস্যাটি হঠাৎ করে তৈরি হয়নি, তবে এটা সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। প্রায়শই সংসদে এই বিষয় উত্থাপিত হয়েছে ৷ কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ঘন ঘন চিঠিপত্রের বিষয়ও হয়ে উঠেছে ৷" জয়শঙ্করের দাবি, তিনি অন্তত 21 বার মুখ্যমন্ত্রীকে এই বিষয় নিয়ে উত্তর দিয়েছেন ৷
চুক্তির বিরুদ্ধে তার প্রকাশ্য ভঙ্গিমা নিয়ে ডিএমকে'কে আক্রমণ করে, জয়শঙ্কর জানান, এই দলের নেতা এবং তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে চুক্তি সম্পর্কে সম্পূর্ণ অবহিত করা হয়েছিল ৷ যা প্রথমে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 1974 সালে হয়েছিল। তিনি বলেন, "কংগ্রেস এবং ডিএমকে সংসদে এমনভাবে ইস্যুটি তুলেছে যেন এর জন্য তাদের কোনও দায়বদ্ধতা নেই ৷ যদিও তারাই সেই দল, যারা এই চুক্তি করেছে ৷ ডিএমকে 1974 সালে এবং তারপরে এই পরিস্থিতি তৈরিতে কংগ্রেসের সাথে 'সংযুক্ত' হয়েছিল।"
20 বছরে 6,184 ভারতীয় মৎস্যজীবীকে শ্রীলঙ্কা আটক করেছে ৷ প্রতিবেশী দেশ তাদের 1,175টি মাছ ধরার জাহাজ আটক করেছে বলেও অভিযোগ করেছেন জয়শঙ্কর ৷ নরেন্দ্র মোদি সরকারই ভারতীয় জেলেদের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে বলেও এদিন জোরের সঙ্গে দাবি করেছেন জয়শঙ্কর ৷ তিনি বলেন, "আমাদের একটি সমাধান খুঁজে বের করতে হবে। আমাদের শ্রীলঙ্কা সরকারের সঙ্গে বসে এটি সমাধান করতে হবে।" তিনি দাবি করেছেন, তামিলনাড়ুর জনগণকে দীর্ঘদিন ধরে এই বিষয়ে বিভ্রান্ত করা হয়েছে ৷ তিনি জনসাধারণকে এই বিষয়ে বিভ্রান্ত না-হওয়ারও পরামর্শ দিয়েছেন। (পিটিআই)
আরও পড়ুন:
- নির্লজ্জভাবে কংগ্রেস কাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছে, বিস্ফোরক প্রধানমন্ত্রী মোদি
- 'বিজেপি-আরএসএস বিষ'! বিরোধী জোটকে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক খাড়গে ও প্রিয়াঙ্কার