নয়াদিল্লি, 2 জুন: শেষ হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচন ৷ এক্সিট পোলও প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা ৷ একাধিক সংস্থার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বিজেপির নেতৃত্বে ফের সরকার গড়তে চলেছে এনডিএ জোট ৷ তৃতীয় বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি ৷ প্রচারেও বারবার মোদির গলায় শোনা গিয়েছে 'আব কি বার, 400 বার' ৷ তাই ভোট শেষের রবিতেই একাধিক বিষয়ে সাতটি বৈঠক করবেন তিনি ৷ জানা গিয়েছে, নতুন সরকারের প্রথম 100 দিনের কর্মসূচি কী হবে, তাও এই বৈঠকে পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী ৷
সরকারি সূত্রের খবর, প্রথম বৈঠকে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি, বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলির অবস্থা পর্যালোচনা করা হবে ৷ এরপর দেশের তাপপ্রবাহ পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি ৷ এছাড়া 5 জুন আড়ম্বরের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করতে একটি বৈঠক হবে ৷ তারপর এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী বিশাল জয়ের ইঙ্গিত পাওয়ায় নতুন সরকারের প্রথম 100 দিনের কর্মসূচি কী হবে, সেই বিষয়েও একটি দীর্ঘ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷