পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'সামনেই ভোট, অনেকে বুঝতে পারছেন না কী করবেন !' লোকসভার শেষ দিনও বিরোধীদের খোঁচা মোদির

PM Narendra Modi speech: লোকসভার শেষ দিনের শেষ ভাষণে কেন্দ্রীয় সরকারের একাধিক কার্যকলাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি, আসন্ন নির্বাচন নিয়ে বিরোধীদের খোঁচা দিতে ছাড়লেন না প্রধানমন্ত্রী ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 5:53 PM IST

Updated : Feb 10, 2024, 6:38 PM IST

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: 17তম লোকসভার শেষ দিনের শেষ ভাষণে সরকারের একাধিক কার্যকলাপকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে, লোকসভার শেষ দিনের ভাষণেও নির্বাচনের প্রসঙ্গ তুলে বিরোধীদের খোঁচা দিতে ছাড়লেন না মোদি ৷ আত্মবিশ্বাসের সঙ্গেই এদিন প্রধানমন্ত্রী বলেন, "নির্বাচন বেশি দূরে নয় ৷ কিছু মানুষ ভয়ে ভয়ে আছে ৷ অনেকেই বুঝে উঠতে পারছে না কী করবে ! কেউ সাহস দেখায়, কেউ ময়দান ছেড়া পালায় ৷" পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি বলেন, "এই পাঁচ বছরে দেশে বহু রিফর্ম-পারফর্ম-ট্রান্সফর্ম হয়েছে ৷ গেমচেঞ্জিং সংস্কারও হয়েছে, এই সময়কাল দেশের জন্য গেম চেঞ্জার ৷"

সামনেই লোকসভা ভোট ৷ তার আগে শনিবার ছিল বাজেট অধিবেশন এবং সপ্তদশ লোকসভার শেষ দিন ৷ আর শেষ দিনে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের একবার কৌশলে বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি গত পাঁচ বছরে সরকারের সাফল্যও এদিন সংসদে তুলে ধরেছেন মোদি ৷ সেই সঙ্গে, আগামী দিনে ফের কেন্দ্রে তাঁর নেতৃত্বেই বিজেপি সরকার গঠন করতে চলেছে, তারও আবাস এদিন ফুটে উঠেছে নরেন্দ্র মোদির গলায় ৷ এদিন সরকারের সাফল্যের পরিসংখ্য়ান দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এই সময়কালে ভারত জি20-এর সভাপতিত্ব করেছে ৷ জি20 থেকে অনেক সম্মান পেয়েছে দেশ ৷ বিশ্বও দেখেছে ভারতের ক্ষমতা ৷"

অন্যদিকে, প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে জম্মু-কাশ্মীর থেকে নারী শক্তি প্রসঙ্গ ৷ এই বিষয়ে বলতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, "এই সময়েই 370 ধারা রদ হয়েছে ৷ জম্মু-কাশ্মীরে সামাজিক ন্য়ায় স্থাপিত হয়েছে ৷ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে ৷ নারী শক্তির উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে ৷ নারী শক্তি অধিনিয়মের মতো আইন পাশ হয়েছে সংসদে ৷ তিন তালাকের মতো বিষয়কে রদ করে নারীদের সম্মান দেওয়ার কাজ করেছে এই সংসদ ৷ তিন তালাক থেকে মুক্তি পেয়ে ওই মেয়েরাও আমাদের আশীর্বাদ করছে ৷ মহিলাদের সম্মান বেড়েছে ৷"

কোভিড নিয়েও নিজের মতামত এদিন সংসদে পেশ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "পাঁচ বছরে শতাব্দীর সবচেয়ে বড় সঙ্কট এসেছিল ৷ মানুষ সবচেয়ে বড় সমস্যার মোকাবিলা করেছে ৷ দেশকে এগিয়ে নিয়ে যেতে এই সময়ে এই সংসদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সংকটের সময়ও দেশের কাজ থেমে থাকেনি ৷"

Last Updated : Feb 10, 2024, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details