আজমগড় , 10 মার্চ: উত্তরপ্রদেশের উন্নয়ন নতুন উচ্চতা স্পর্শ করেছে ৷ রাজ্যের এই উন্নয়ন দেখে স্বজনপোষণের রাজনীতি দুর্বল হয়ে পড়ছে ৷ আজমগড় থেকে রবিবার এমনই হুঙ্কার শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় ৷ এ দিন পরিবারতন্ত্র নিয়ে সরব হন মোদি ৷ মুলায়ম-অখিলেশ যাদবদের তোপ দেগে তিনি বলেন, "গত নির্বাচনে যে পরিবার আজমগড়কে তার ঘাঁটি বলে মনে করেছিল, দীনেশের মতো যুবকের কাছে তারা পরাজিত হয়েছিল ৷" দীনেশ লাল যাদব নিরহুয়া আজমগড়ের বিজেপি সাংসদ ৷
সমাজবাদী পার্টি (এসপি) প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদব 2014 সালে আজমগড় থেকে লোকসভা নির্বাচনে জিতেছিলেন ৷ তারপরে তাঁর ছেলে অখিলেশ যাদব 2019 সালে এই আসনে জয়লাভ করেন । তবে সমাজবাদী পার্টি 2022 সালের উপনির্বাচনে বিজেপির দীনেশ লাল যাদবের কাছে এই আসনে হেরে যায় । অখিলেশের পদত্যাগ করে করহাল থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ যার ফলে এই আসনে আবার নির্বাচন হয় ৷
প্রধানমন্ত্রী বলেন, "এই পরিবারবাদের কারণে বিরোধীরা এতটাই হতাশ যে তারা মোদিকে গালি দেয় । তারা বলে যে মোদির পরিবার নেই । তারা ভুলে গিয়েছে যে দেশের 140 কোটি জনসংখ্যা মোদির পরিবার। আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদবকেও জবাব দিলাম ৷ তিনি 3 মার্চ একটি সমাবেশে আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেন আমার পরিবার নেই । উত্তরপ্রদেশ যখন উন্নয়নের নতুন উচ্চতা ছুঁয়ে চলেছে তখন তুষ্টির বিষ দুর্বল হচ্ছে ৷"