নয়াদিল্লি, 19 এপ্রিল:লোকসভা নির্বাচনের শুরুতেই সোশাল মিডিয়ায় ভোটদানের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে দেশের 18 তম লোকসভা ভোট ৷ আর সকালেই পাঁচটি ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী ৷ বাংলা-সহ 17 রাজ্য এবং চার কেন্দ্র শাসিত রাজ্যের মোট 102টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে ৷ তার আগেই টুইটে এদিন প্রধানমন্ত্রী মোদি বাংলায় লিখেছেন, "2024 লোকসভা নির্বাচন শুরু হল আজ ৷ 21 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে যে নির্বাচন হচ্ছে আজ, তার ভোটারদের প্রতি আমার আবেদন রেকর্ড সংখ্যক ভোটদানের।"
এর পাশাপাশি হিন্দি, তামিল, অহমিয়া এবং মরাঠি ভাষায় টুইট করেন প্রধানমন্ত্রী ৷ তরুণ প্রজন্মকে ভোটদানের জন্য এগিয়ে আসার আহ্বানের সঙ্গেই তিনি লিখেছেন, "বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই। সর্বোপরি, প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে আর, প্রতিটি কন্ঠস্বরই গুরুত্বপূর্ণ ৷" অন্যদিকে, টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি লিখেছেন, "আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে। আমি আবেদন করছি আপনারা এমন এক সরকারকে ভোট দিন যারা শান্তি এবং উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"
18 তম লোকসভার 543 সদস্য নির্বাচনের জন্য সাত দফায় ম্যারাথন পর্যায়ে ভোটগ্রহণ পর্ব চলবে ৷ প্রথম দফার ভোট এদিন শুরু হয়েছে ৷ এর মধ্যে দিয়েই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন শুরু হয়েছে। লোকসভা নির্বাচন 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ৷ 2019 সালের শেষ সাধারণ নির্বাচনও সাত দফায় অনুষ্ঠিত হয়েছিল। এদিন প্রথম দফায় 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে ভোট হবে। ভোট গণনা হবে 4 জুন।
প্রথম দফায় ভোট হচ্ছে অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান আসন। নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি ৷ বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশ রাজ্যে, 19 এপ্রিল-সহ সাত দফাতেই ভোট হবে। তামিলনাড়ু, সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপে 19 এপ্রিল এক দফাতেই ভোটগ্রহণ হবে। এর সঙ্গেই, 16 মার্চ দেশের মুখ্য নির্বাচন কমিশনারের ঘোষণা অনুসারে, অরুণাচল প্রদেশ এবং সিকিমের ভোটাররা এদিন তাদের বিধানসভা নির্বাচন হবে ৷ মোট 96.8 কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে 49.72 কোটি পুরুষ এবং 47.1 কোটি মহিলা।
আরও পড়ুন:
- দেশের নির্বাচনের মহানুভবতা প্রমাণ করতে হবে, রেকর্ড ভোটদানের আবেদন রাজীব কুমারের
- শুরু হয়ে গেল দিল্লির দৌড় 2024, আজ প্রথম দফা