অযোধ্যা, 5 মে: তৃতীয় দফা নির্বাচনের প্রচার শেষ হতেই অযোধ্যায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দিরের উদ্বোধনের পর এটাই তাঁর প্রথম আসা। মন্দিরে গিয়ে রামলালার দর্শন ও পুজো সারেন প্রধানমন্ত্রী মোদি। পুজো শেষে অযোধ্যায় রোড শো-ও করতে দেখা যায় মোদিকে।
রামমন্দির নিয়ে তাঁর আবেগের কথা সকলেই জানেন । 2019 সালে অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পর থেকে বারবার সেই আবেগ প্রকাশ্যে এসেছে। মন্দিরের ভূমিপুজো থেকে শুরু করে উদ্বোধন সব অনুষ্ঠানেরই মধ্যমণি ছিলেন প্রধানমন্ত্রী। রামনবমীর দিন সূর্য তিলকের সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি মোদি। বিমানে বসেই সাক্ষী ছিলেন সেই মুহূর্তের ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতো প্রধানমন্ত্রীর এই অযোধ্যা সফরের বিশেষ তাৎপর্য আছে। 94টি কেন্দ্রো ভোটের ঠিক আগে মোদি যেভাবে ধর্মীয় স্থানে গেলেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ। মন্দির দর্শন শেষে রোড-শো শুরু করেন মোদি । শহরের সুগ্রীব দূর্গ থেকে শুরু হয়ে ললিত চকে গিয়ে রোড-শো শেষ হয় । পুরো সময়টা ঠিক মোদির পাশেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।