চণ্ডীগড়, 27 নভেম্বর: ব়্যাপার বাদশার নাইট ক্লাব লক্ষ্য করে বোমা মারার ঘটনায় আতঙ্ক ছড়ায় ৷ চণ্ডীগড়ে বাদশার পানশালায় বোমা মারার ঘটনার দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং ৷ যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ ক্লাবের বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
গ্যাংস্টার নিল ঘটনার দায়ভার
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা সেক্টর 26-এর সেভিল বার এবং লাউঞ্জ এবং ডি'ওরা ক্লাবের বাইরে ঘটে যাওয়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে। একটি ফেসবুক পোস্টে গ্যাংস্টার গোল্ডি ব্রার নিজেকে এবং লরেন্স গ্যাংকে ট্যাগ করে লিখেছে যে ক্লাব মালিকরা 'প্রটেকশন মানি' না দেওয়ায় বিস্ফোরণ ঘটিয়েছে।
ফেসবুক পোস্টে, গ্যাংস্টার গোল্ডি ব্রার স্পষ্ট লিখেছেন, "আমরা এই ক্লাবগুলির মালিকদের সুরক্ষার জন্য অর্থের দাবি করেছিলাম ৷ কিন্তু বিগত কয়েক দিন ধরে ক্লাব মালিকরা আমাদের ফোন উপেক্ষা করছিল ৷ তাঁদের বোঝানোর জন্য বিস্ফোরণ করা হয়েছে ৷ যাতে এই আওয়াজ তাঁদের কানে পৌঁছাতে পারে। এখন যাঁরা আমাদের ফোন উপেক্ষা করে তাঁদের বোঝা উচিত যে আমাদের পরবর্তী পদক্ষেপ বড় কিছু হতে পারে ৷"
পুলিশের তদন্ত
সূত্রের খবর, ঘটনাস্থলে চণ্ডীগড় থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে ৷ পৌঁছয় ফরেনসিক টিমও ৷ চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ পাশাপাশি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছে পুলিশ ৷ এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পারস্পরিক শত্রুতার ফলস্বরূপ এই ঘটনা ৷ অভিযুক্তকে ধরার জন্য সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
#WATCH | Chandigarh: Pooran, an employee at De'Orra - Alehouse & Kitchen restaurant says " we came out after listening to a loud explosion. glasses of the door were broken after which we complained to the police. there were 7-8 workers inside the restaurant when the blast took… https://t.co/blie8dV5VB pic.twitter.com/QVIsV8xjaX
— ANI (@ANI) November 26, 2024
ডি'ওরা আলেহাউস অ্যান্ড কিচেন রেস্টুরেন্টের কর্মচারী পুরান বলেন, "ঘটনাটি গভীর রাতে ঘটেছে ৷ তখন রেস্টুরেন্ট বন্ধ ছিল। প্রচণ্ড বিস্ফোরণ শুনে আমরা বাইরে ছুটে আসি এবং দেখি দরজার কাচ ভেঙে রাস্তায় পড়ে আছে। এরপর আমরা থানায় অভিযোগ করি। বিস্ফোরণের সময় রেস্টুরেন্টের ভেতরে প্রায় সাত থেকে আটজন কর্মচারী ছিলেন। কেউ আহত হয়নি। ক্লাব প্রিমিয়ারে সিসিটিভি কাজ করছে না ৷"
জানা গিয়েছে, রাত তিনটে নাগাদ অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি মোটরবাইকে আসেন ৷ তারা সেভিল ক্লাব এবং সংলগ্ন ডি'ওরা ক্লাব এবং রেস্টুরেন্ট লক্ষ্য করে দু'টি দেশী বোমা ছোঁড়েন ৷ যার মধ্যে একটা ক্লাব রয়েছে বাদশার ৷ এরপরেই পালিয়ে যায় অভিযুক্তরা ৷