পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গৌতম আদানির ঘুষ সংক্রান্ত মামলার তদন্ত হোক, আবেদন জমা সুপ্রিম কোর্টে

মার্কিন আদালতের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। এবার গৌতম আদানির বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিতে আবেদন জমা পড়ল সর্বোচ্চ আদালতে ৷

GAUTAM ADANI
গৌতম আদানির ঘুষ মামলা (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

নয়াদিল্লি, 24 নভেম্বর: গৌতম আদানি এবং তাঁর সংস্থার কয়েকজনের বিরুদ্ধে সৌরবিদ্যুৎ প্রকল্পের টেন্ডার পাওয়ার জন্য ভারতের সরকারি আধিকারিকদের বিরাট অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। তাতে সিলমোহর দিয়েছে আমেরিকার আদালত ৷ জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। সেই অভিযোগের তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হোক ৷ এই মর্মে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে ৷

আইনজীবী বিশাল তিওয়ারি তাঁর আবেদনে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ সংস্থার অনিয়মগুলিকেই সামনে এনে দিয়েছে ৷ অভিযোগগুলি এত গুরুতর প্রকৃতির যে জাতির স্বার্থে ভারতীয় সংস্থাগুলিরও ওই ব্যাপারে তদন্ত করে দেখা প্রয়োজন।

কয়েক বছর আগে আদানিদের বিরুদ্ধে হিন্ডেনবার্গ নামে একটি সংস্থা বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ এনেছিল। তা নিয়ে বিস্তর জলঘোলা হয় রাজনীতির অন্দরে। সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়। তিওয়ারি গৌতম আদানি সম্পর্কিত এই নতুন আবেদনে করার সময় হিন্ডেনবার্গ-অধ্য়ায়ের উল্লেখ করেন। তিনি জানান, সেবি'কে হিন্ডেনবার্গ রিপোর্টে উত্থাপিত অভিযোগগুলির তদন্তের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৷ 2024 সালের 3 জানুয়ারি সর্বোচ্চ আদালতের দেওয়া সেই আদেশ অনুসারে এখনও তদন্ত শেষ করতে পারেনি সেবি।

আবেদনে আরও বলা হয়েছে, মনে হচ্ছে সেবি এই মামলার তদন্ত করতে সক্ষম নয় ৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও বিষয় সম্পর্কেই নিশ্চিত হওয়া যাবে না। পিটিশনে উল্লেখ করা হয়েছে, 3 জানুয়ারি 2024-এ সুপ্রিম কোর্টের আদেশে দেওয়া তিন মাসের সময়সীমা সত্ত্বেও, সেবি এখনও পর্যন্ত তদন্তের কোনও রিপোর্ট বা তথ্য দাখিল করেনি।

সুতরাং নিয়ন্ত্রক সংস্থা সেবির বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে বলে আইনজীবীর দাবি। পাশাপাশি আবেদনে তাঁর আরও দাবি, আদানিদের বিরুদ্ধে ওঠা পুরনো অভিযোগের তদন্ত দ্রুত শেষ করতে হবে। পাশাপাশি নতুন এবং পুরনো এই দুটি অভিযোগের মধ্যে কোনও মিল আছে কিনা সেটারও দ্রুত ও যথাযথ তদন্ত হওয়া দরকার।

ABOUT THE AUTHOR

...view details