ETV Bharat / bharat

'ওঁর হার আশা করেছিলাম', বাড়ি ভাঙার স্মৃতি আঁকড়ে উদ্ধবকে তোপ কঙ্গনার - KANGANA RECALLS HOUSE DEMOLITION

2020 সাল, কোভিডকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ কঙ্গনার বাড়ি ভাঙছিল বিএমসি ৷ অভিনেত্রী তখনই বলেছিলেন, 'আজ আমার ঘর ভাঙল, কাল তোর অহংকার ভাঙবে ৷'

BJP MP Kangana Ranaut expected Shiv Shena UBT Loss
উদ্ধব ঠাকরের এই হার তো হওয়ারই ছিল, কঙ্গনা রানাওয়াত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2024, 4:39 PM IST

Updated : Nov 24, 2024, 5:34 PM IST

মুম্বই, 24 নভেম্বর: উদ্ধব ঠাকরে যে হারবেন, তা আশা করেছিবলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত ৷ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এনসিপি জোট সব মিলিয়ে 50টি আসনে জয়ী হয়েছে ৷ তার মধ্যে উদ্ধবের সেনা মাত্র 20টি আসনের দখল নিতে পেরেছে ৷ এই হার হওয়ারই ছিল । রবিবার ফল ঘোষণার পরদিন এমনটাই জানালেন কঙ্গনা ৷

মনে করিয়ে দিলেন মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাংলো ভাঙার ঘটনার কথা ৷ দিল্লি বিমানবন্দরে সাংবাদিকরা এদিন তাঁকে উদ্ধব ঠাকরের পরজায় নিয়ে প্রশ্ন করেন ৷ এর উত্তরে হিমাচল প্রদেশের মান্ডি আসনের বিজেপি সাংসদ বলেন, "আমি এটা আশাই করেছিলাম ৷" তিনি উদ্ধবের নাম না-করেও তাঁকে দৈত্যের সঙ্গে তুলনা করে বলেন, " আপনি দৈত্য ও দেবতার মধ্যে ফারাক করবেন কী করে ? যে মহিলাদের সম্মান দিতে পারে না, সে-ই দৈত্য ৷ একসময় আমার বাড়ি ভাঙা হয়েছিল ৷ আমার সম্পর্কে খারাপ কথাও বলা হয়েছিল ৷ তাতেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে তাঁর বুদ্ধিভ্রষ্ট হয়েছে ৷"

দিল্লি বিমানবন্দরে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (ভিডিয়ো সৌজন্য: এএনআই)

একসময় কঙ্গনার বান্দ্রার বাড়ি ভাঙা নিয়ে অভিনেত্রী ও শিবসেনা (ইউবিটি) প্রধানের মধ্যে বিস্তর জলঘোলা হয়েছিল ৷ কঙ্গনা উদ্ধবকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন "আজ আমার ঘর ভাঙলি, একদিন তোর এই অহংকার চূর্ণ চূর্ণ হয়ে যাবে ৷"

মাত্র 4 বছর আগের ঘটনা ৷ তখন কোভিডকাল ৷ মহারাষ্ট্রের মসনদে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ মুম্বইয়ের বান্দ্রায় 'কুইন' অভিনেত্রী তাঁর বাংলোর একটি অংশে বেআইনি নির্মাণ করে অফিস চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে ৷ 9 সেপ্টেম্বর সেই অভিযোগে শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন কঙ্গনার বান্দ্রার বাংলোর ওই অংশটিকে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করে ৷

তখন অভিনেত্রী পরিবারের সঙ্গে হিমাচল প্রদেশের মাণ্ডিত ছিলেন ৷ সেদিন তিনি চণ্ডীগড় হয়ে দুপুর আড়াইটে নাগাদ মুম্বই বিমানবন্দরে অবতরণ করেন ৷ কঙ্গনা বিমানবন্দরে নামতেই তাঁকে দেখে কালো পতাকা দেখান উদ্ধব ঠাকরের শিবসেনার কর্মী-সমর্থকরা ৷ অন্যদিকে আরপিআই (এ) এবং করণি সেনার কর্মীরা তাঁর সমর্থনে স্লোগান দিতে থাকেন ৷ এনডিএ জোটের আরপিআই(এ) প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে ঘোষণা করেন, তাঁর দলের কর্মী-সমর্থকরা কঙ্গনার সুরক্ষার দায়িত্বে থাকবেন ৷

অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর বোন এবং ম্যানেজার রঙ্গোলি চান্ডেল ৷ তাঁদের ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এদিকে বিএমসি ততক্ষণে বান্দ্রার অফিসের ওই বিতর্কিত অংশটি ভাঙার কাজ শুরু করে দিয়েছে ৷ পরে অবশ্য বম্বে হাইকোর্ট এই কাজে স্থগিতাদেশ দেয় এবং অভিনেত্রীর আবেদনের জবাব চায় উদ্ধব পরিচালিত বিএমসির কাছে ৷

কঙ্গনা কী বলেছিলেন ?

কঙ্গনা তখন একটি ভিডিয়ো বার্তায় শিবসেনা প্রধান উদ্ধবকে সতর্ক করেছিলেন ৷ একেবারে তুই-তোকারি করে তিনি বলেছিলেন, "তোর কী মনে হয় ? ফিল্ম দুনিয়ার মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে আমার ঘর ভেঙে একটা বড়সড় প্রতিশোধ নিয়েছিস ? আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার খানখান হয়ে যাবে ৷ মনে রাখিস, সময়ের চাকা, কখনও কারও একরকম থাকে না ৷"

নিজেকে কাশ্মীর থেকে উৎখাত হওয়া পণ্ডিতদের সঙ্গে তুলনা করে কঙ্গনা আরও বলেন, "বরং তুই আমার উপকারই করলি ৷ কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কী হয়েছিল শুনেছিলাম ৷ আজ আমি সেটা অনুভব করলাম ৷ আজ এই দেশের কাছে আমি প্রতিজ্ঞা করছি, অযোধ্যা ছাড়া কাশ্মীরের উপরেও একটি সিনেমা তৈরি করব ৷ আমার সঙ্গে এই যে নিষ্ঠুরতা এবং আতঙ্কের একটা ঘটনা ঘটল। ভালোই হয়েছে, নিশ্চয় তার কোনও একটা গভীর অর্থ আছে ৷"

মুম্বই, 24 নভেম্বর: উদ্ধব ঠাকরে যে হারবেন, তা আশা করেছিবলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত ৷ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এনসিপি জোট সব মিলিয়ে 50টি আসনে জয়ী হয়েছে ৷ তার মধ্যে উদ্ধবের সেনা মাত্র 20টি আসনের দখল নিতে পেরেছে ৷ এই হার হওয়ারই ছিল । রবিবার ফল ঘোষণার পরদিন এমনটাই জানালেন কঙ্গনা ৷

মনে করিয়ে দিলেন মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাংলো ভাঙার ঘটনার কথা ৷ দিল্লি বিমানবন্দরে সাংবাদিকরা এদিন তাঁকে উদ্ধব ঠাকরের পরজায় নিয়ে প্রশ্ন করেন ৷ এর উত্তরে হিমাচল প্রদেশের মান্ডি আসনের বিজেপি সাংসদ বলেন, "আমি এটা আশাই করেছিলাম ৷" তিনি উদ্ধবের নাম না-করেও তাঁকে দৈত্যের সঙ্গে তুলনা করে বলেন, " আপনি দৈত্য ও দেবতার মধ্যে ফারাক করবেন কী করে ? যে মহিলাদের সম্মান দিতে পারে না, সে-ই দৈত্য ৷ একসময় আমার বাড়ি ভাঙা হয়েছিল ৷ আমার সম্পর্কে খারাপ কথাও বলা হয়েছিল ৷ তাতেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে তাঁর বুদ্ধিভ্রষ্ট হয়েছে ৷"

দিল্লি বিমানবন্দরে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (ভিডিয়ো সৌজন্য: এএনআই)

একসময় কঙ্গনার বান্দ্রার বাড়ি ভাঙা নিয়ে অভিনেত্রী ও শিবসেনা (ইউবিটি) প্রধানের মধ্যে বিস্তর জলঘোলা হয়েছিল ৷ কঙ্গনা উদ্ধবকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন "আজ আমার ঘর ভাঙলি, একদিন তোর এই অহংকার চূর্ণ চূর্ণ হয়ে যাবে ৷"

মাত্র 4 বছর আগের ঘটনা ৷ তখন কোভিডকাল ৷ মহারাষ্ট্রের মসনদে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ মুম্বইয়ের বান্দ্রায় 'কুইন' অভিনেত্রী তাঁর বাংলোর একটি অংশে বেআইনি নির্মাণ করে অফিস চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে ৷ 9 সেপ্টেম্বর সেই অভিযোগে শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন কঙ্গনার বান্দ্রার বাংলোর ওই অংশটিকে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করে ৷

তখন অভিনেত্রী পরিবারের সঙ্গে হিমাচল প্রদেশের মাণ্ডিত ছিলেন ৷ সেদিন তিনি চণ্ডীগড় হয়ে দুপুর আড়াইটে নাগাদ মুম্বই বিমানবন্দরে অবতরণ করেন ৷ কঙ্গনা বিমানবন্দরে নামতেই তাঁকে দেখে কালো পতাকা দেখান উদ্ধব ঠাকরের শিবসেনার কর্মী-সমর্থকরা ৷ অন্যদিকে আরপিআই (এ) এবং করণি সেনার কর্মীরা তাঁর সমর্থনে স্লোগান দিতে থাকেন ৷ এনডিএ জোটের আরপিআই(এ) প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে ঘোষণা করেন, তাঁর দলের কর্মী-সমর্থকরা কঙ্গনার সুরক্ষার দায়িত্বে থাকবেন ৷

অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর বোন এবং ম্যানেজার রঙ্গোলি চান্ডেল ৷ তাঁদের ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এদিকে বিএমসি ততক্ষণে বান্দ্রার অফিসের ওই বিতর্কিত অংশটি ভাঙার কাজ শুরু করে দিয়েছে ৷ পরে অবশ্য বম্বে হাইকোর্ট এই কাজে স্থগিতাদেশ দেয় এবং অভিনেত্রীর আবেদনের জবাব চায় উদ্ধব পরিচালিত বিএমসির কাছে ৷

কঙ্গনা কী বলেছিলেন ?

কঙ্গনা তখন একটি ভিডিয়ো বার্তায় শিবসেনা প্রধান উদ্ধবকে সতর্ক করেছিলেন ৷ একেবারে তুই-তোকারি করে তিনি বলেছিলেন, "তোর কী মনে হয় ? ফিল্ম দুনিয়ার মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে আমার ঘর ভেঙে একটা বড়সড় প্রতিশোধ নিয়েছিস ? আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার খানখান হয়ে যাবে ৷ মনে রাখিস, সময়ের চাকা, কখনও কারও একরকম থাকে না ৷"

নিজেকে কাশ্মীর থেকে উৎখাত হওয়া পণ্ডিতদের সঙ্গে তুলনা করে কঙ্গনা আরও বলেন, "বরং তুই আমার উপকারই করলি ৷ কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কী হয়েছিল শুনেছিলাম ৷ আজ আমি সেটা অনুভব করলাম ৷ আজ এই দেশের কাছে আমি প্রতিজ্ঞা করছি, অযোধ্যা ছাড়া কাশ্মীরের উপরেও একটি সিনেমা তৈরি করব ৷ আমার সঙ্গে এই যে নিষ্ঠুরতা এবং আতঙ্কের একটা ঘটনা ঘটল। ভালোই হয়েছে, নিশ্চয় তার কোনও একটা গভীর অর্থ আছে ৷"

Last Updated : Nov 24, 2024, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.