পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রেমিকাকে খুন করে মাটি চাপা ! সন্দেহ এড়াতে পাশেই উনুন বানিয়ে রান্না - TELANGANA WOMAN KILLED AND BURIED

অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান । দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মহবুবাবাদ টাউন থানার সার্কেল ইনস্পেক্টর ।

TELANGANA WOMAN KILLED AND BURIED
তেলেঙ্গানায় খুন মহিলা (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 3:12 PM IST

Updated : Jan 17, 2025, 3:19 PM IST

মহবুবাবাদ (তেলেঙ্গানা), 17 জানুয়ারি: প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দিল প্রেমিক ও তার বাড়ির লোকজন ! স্থানীয়দের সন্দেহ এড়াতে সেখানেই মাটির উনুন বানিয়ে চলল রান্না ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মহবুবাবাদ জেলার সিগনাল কলোনি এলাকায় ৷ ঘটনাটি প্রকাশ্য়ে আসতেই চাঞ্চল্য এলাকায় ৷ মাটি খুঁড়ে দেহ উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে খবর, সিগনাল কলোনিতে গত 3 বছর ধরে বসবাস করছেন পাতি রামুলু, লক্ষ্মী ও তাঁদের ছেলে গোপি, মেয়ে দুর্গা এবং জামাই মহেন্দ্র ৷ এলাকার একটি ভাড়া বাড়িতে থাকে পরিবার ৷ বেশ কয়েকমাস আগে গোপির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন লক্ষ্মীনরসিংহপুরমের বাসিন্দা বছর 35-এর নাগমণি ।

সম্পর্কের টানে দুই ছেলে ও স্বামীকে ছেড়ে চলে আসেনও তিনি। স্থানীয় রেল লাইনের ধারে একটি ঘরে একসঙ্গে বসবাস শুরু করেন নাগমণি ও গোপি । কিন্তু, বেশ কয়েকদিন ধরে দু'জনের অশান্তি শুরু হয়। তারপরই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। মহবুবাবাদ টাউন থানার সার্কেল ইনস্পেক্টর দেবেন্দ্র জানান, ক্রমশ তাঁদের সম্পর্ক তলানিতে এসে ঠেকতে থাকে । যদিও এর কারণ এখনও জানা যায়নি। গত 10 দিন আগে নাগমণিকে গোপি ও তাঁর পরিবার খুন করেছে। দেহ লোপাটের জন্য ভাড়া বাড়িতেই নাগমণিকে পুঁতে দেন তারা। স্থানীয়দের নজর এড়াতে সেখানেই মাটির উনুন বানিয়ে রান্নাও করেন অভিযুক্তরা ।

সম্পূর্ণ ঘটনাটি জানত দুর্গার দুই কন্যা সন্তান। পরে তাদের থেকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পারেন। সেখান থেকে খবর যায় পুলিশে । সার্কেল ইনস্পেক্টর আরও জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু হয় । মাটি খুঁড়ে নাগমণির দেহ বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । তবে অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে । দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে ।

পড়ুন:সইফের ওপর হামলায় আটক 1, চলছে জিজ্ঞাসাবাদ
Last Updated : Jan 17, 2025, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details