পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জ্বলছে রাজস্থান ! ঝলসানো গরমে বালিতেই সেঁকছে পাঁপড়, সিদ্ধ হচ্ছে ডিম - Heatwave in Rajasthan - HEATWAVE IN RAJASTHAN

Viral Video of Roasting Papad in Hot Sand: চরম তাপপ্রবাহে পুড়ছে রাজস্থান ৷ আবহাওয়ার তীব্রতা বোঝাতে অনেকেই রকমারি ভিডিয়ো করছেন ৷ যা নিমেষে ভাইরাল হচ্ছে ৷ এহেন রাজস্থানে হিটস্ট্রোকে মৃত্যু হচ্ছে মানুষের ৷ মুক্তি পাওয়ার অপেক্ষায় মরুরাজ্য ৷

Heatwave in Rajasthan
তপ্ত বালুতে পাঁপড় সেঁকার ছবি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 4:35 PM IST

বারমের (রাজস্থান), 24 মে:তীব্র গরমে পুড়ছে রাজস্থান ৷ বৃহস্পতিবার রাজ্যে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন 5 জন ৷ তাপমাত্রার তীব্রতা বোঝাতে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায়, এক জওয়ান তপ্ত বালির ভিতরে পাঁপড় রেখে তাঁ সেঁকে নিয়ে খাচ্ছেন ৷ বারমেরেও সেই ছবি দেখা গিয়েছে ৷ এবার দেখা গেল 48.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক জওয়ান গরম বালিতে ডিম সেদ্ধ করছেন ৷

রাজস্থানের গরমের তীব্রতার চিত্র (ইটিভি ভারত)

মরুরাজ্যে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েছেন মানুষ । বারমের জেলার চৌহতান এলাকা থেকে একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, প্রচণ্ড গরমে বালিতেই ভাজা হচ্ছে পাঁপড় । ভিডিয়োতে দেখা গিয়েছে, কীভাবে প্রথমে একটি পাঁপড় গরম বালির উপর রাখা হয় এবং কয়েক মিনিটের মধ্যেই বালির তাপের কারণে পাঁপড়টি সেঁকা হয়ে যাচ্ছে ।

তবে স্বস্তির কোনও খবর নেই আপাতত ৷ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গিয়েছে, আগামী 5 দিন গরম থেকে স্বস্তি পাওয়ার কোনও আশা নেই । গরমের জেরে বারমের-সহ রাজ্যের অনেক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ বারমেরে দিনের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে । তাপের ক্রমবর্ধমান প্রভাবের কারণে, জেলা কালেক্টর নিশান্ত জৈনের নির্দেশে পৌরসভা গত কয়েকদিন ধরে শহরের রাস্তায় বিকেলে জল ছেটানোর ব্যবস্থা করছে ।

আরও পড়ুন :তাপমাত্রা 47 ডিগ্রি ! জ্বালাপোড়া গরমে রাজস্থানে হিটস্ট্রোকে 5 জনের মৃত্যু

জেলায় প্রচণ্ড গরম মোকাবিলায় সাধারণ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দফতর । সিএইচও ডা. সঞ্জীব মিত্তল বলেন যে, আজকাল প্রচণ্ড গরম এবং হিটস্ট্রোকের কারণে সাধারণ মানুষ আক্রান্ত হতে পারেন । বিশেষ করে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের যত্ন নেওয়া দরকার ।

ABOUT THE AUTHOR

...view details