জওহরলাল নেহেরু স্টেডিয়ামের প্যান্ডেল ভেঙে বিপত্তি নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: জওহরলাল নেহেরু স্টেডিয়ামের 2 নম্বর গেটে প্রবেশের সময় প্যান্ডেল ভেঙে পড়ে বিপত্তি! শনিবার দিল্লিতে এই ঘটনায় বেশ কয়েকজন নীচে চাপা রয়েছে বলে জানা গিয়েছে। স্টেডিয়ামের 2 নম্বর গেটের পাশের লনে সেইসময় কাজ চলছিল ৷ সেই সময়ই প্যান্ডেলের একটা অংশ ধসে পড়েছে। এখনও পর্যন্ত পুলিশ ও দমকল বিভাগের পক্ষ থেকে কারও আহত হওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকার্য চলছে ৷
সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে জানানো হয়েছে, দক্ষিণ দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে আটকে পড়া অন্তত দুইজনকে উদ্ধার করা হয়েছে ৷ দিল্লি দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, স্টেডিয়ামের অস্থায়ী কাঠামো ভেঙে পড়ার ঘটনায় তাঁদের কাছে ফোন আসে ৷ ধ্বংসস্তূপের নীচ থেকে এখনও পর্যন্ত দু'জনকে উদ্ধার করা হয়েছে এবং তাঁরা নিরাপদে রয়েছেন। জানা গিয়েছে, প্যান্ডেলের নীচে এখনও চাপা পড়ে রয়েছে 10 থেকে 12 জন।
ডিসিপি অঙ্কিত চৌহান জানিয়েছেন, শনিবার বেলা 11.15 নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ জওহরলাল নেহরু স্টেডিয়ামের 2 নম্বর গেটের কাছে বিয়ের জন্য একটি প্যান্ডেল তৈরি হচ্ছিল। প্যান্ডেল ধসে পড়ায় নীচে চাপা পড়ে কর্মরতরা। সেখান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এইমস ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। ভেঙে পড়া অস্থায়ী মঞ্চের নীচে আটকে পড়াদের তল্লাশি চলছে। স্টেডিয়াম চত্বরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, "শ্রমিকরা সকালের খাবার খাচ্ছিল তখনই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বিভাগ, দিল্লি পুলিশ এবং এনডিআরএফ কর্মীদের একটি দল তৎক্ষণাৎ পৌঁছয় ৷ উদ্ধারকার্য চলছে।"
আরও পড়ুন:
- ক্ষণিকের ঝড়ে লণ্ডভণ্ড কালনার একাধিক পুজো মণ্ডপ, আহত কিশোরী
- বেআইনি মাদ্রাসা ভেঙে দেওয়ায় রণক্ষেত্র হলদওয়ানি, থানায় আগুন; পুলিশের গুলিতে মৃত 1
- নরেন্দ্রপুর ভেঙে 3টি থানা করার সিদ্ধান্ত মন্ত্রিসভার, 2টি কলকাতা পুলিশের আওতায়