নয়াদিল্লি, 8 জানুয়ারি: এক দেশ, এক ভোট সংক্রান্ত দু'টি বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক (জেপিসি) হল বুধবার। আইন মন্ত্রকের তরফে এই বৈঠকে একটি প্রেজেন্টেশন দিয়ে আইনের খুঁটিনাটি বিষয়গুলি জেপিসি'র সদস্যদের সামনে তুলে ধরা হয় ৷
সূত্রের খবর, আইন মন্ত্রকের আধিকারিকরা এই প্রেজেন্টেশনে দেশের সর্বত্র একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের সুবিধাগুলি ব্যাখ্যা করেন ৷ একদিকে বিজেপি সদস্যরা এই 'এক দেশ, এক ভোট' বিলের তুমুল প্রশংসা করেন ৷ তাঁদের দাবি, এই প্রস্তাব দেশের স্বার্থে ৷ অন্যদিকে, বিরোধী দলের সাংসদরা এনিয়ে প্রশ্ন করেন ৷ যৌথ সংসদীয় কমিটির এক কংগ্রেস সদস্য এই বিলের বিরোধিতা করে জানান, এটা সংবিধানের ভিত্তির বিপরীত ৷ তৃণমূলের এক সাংসদ মনে করেন, এই বিল মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করবে ৷
39 জন সদস্যের এই যৌথ সংসদীয় কমিটির নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ পিপি চৌধরী ৷ তিনি আইন মন্ত্রকের প্রাক্তন প্রতিমন্ত্রী ৷ কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দলের সাংসদরা এই কমিটিতে রয়েছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি, জেডি(ইউ) সাংসদ সঞ্জয় ঝা, শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে, আপ সাংসদ সঞ্জয় সিং, তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ৷ বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরী স্বরাজও রয়েছেন কমিটিতে।
গত নভেম্বর-ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে কনস্টিটিউশন বিল (129তম সংশোধন) এবং ইউনিয়ন টেরিটরিস ল'স (সংশোধন) বিল লোকসভায় পেশ করা হয় ৷ এরপর বিলটি পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করে সেখানে পাঠানো হয় ৷ আগামী বাজেট অধিবেশনের শেষ দিনে এই বিল নিয়ে রিপোর্ট পেশ করতে হবে কমিটিকে ৷
প্রথমে এই কমিটিতে 31 জন সদস্য থাকলেও পরে তা বাড়িয়ে 39 করা হয় ৷ এর মধ্যে আরও কয়েকটি রাজনৈতিক দল 'এক দেশ, এক ভোট' সংক্রান্ত দু'টি বিল পর্যালোচনায় উৎসাহ প্রকাশ করায় কমিটিতে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় ৷ এই কমিটিতে লোকসভার 27 জন এবং রাজ্যসভার 12 সাংসদ রয়েছেন ৷