পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মন্দির ভেঙে অন্যায় করেন ঔরঙ্গজেব, মসজিদ অন্যত্র তৈরি হতে পারত, মত ইতিহাসবিদ ইরফান হাবিবের - Irfan Habib On Temple Demolition

Irfan Habib On Temple Demolition: ঔরঙ্গজেব বারাণসী ও মথুরায় মন্দির ধ্বংস করেছিলেন ৷ ইতিহাসে তার প্রমাণ আছে ৷ এমনটাই জানিয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ইরফান হাবিব ৷ তিনি মনে করেন, ঔরঙ্গজেব অন্যায় করেছেন ৷

Irfan Habib
Irfan Habib

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 2:21 PM IST

Updated : Feb 8, 2024, 5:59 PM IST

মন্দির ভেঙে অন্যায় করেন ঔরঙ্গজেব, মসজিদ অন্যত্র তৈরি হতে পারত, মত ইতিহাসবিদ ইরফান হাবিবের

আলিগড়, 8 জানুয়ারি: মন্দির-মসজিদ বিতর্কে এবার মুখ খুললেন প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ইরফান হাবিব । এই নিয়ে তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে কাঠগড়ায় তুলেছেন ৷ তাঁর কথায়, ‘‘ঔরঙ্গজেব অন্যায় করেছেন । তিনি অন্য কোথাও মসজিদ নির্মাণ করতে পারতেন ।’’

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আলিগড়ে বদরবাগে নিজের বাড়িতে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি মুঘল আমলে মন্দির ভেঙে মসজিদ ভাঙা নিয়ে যে দাবি পালটা দাবি চলছে, তা নিয়ে মুখ খুলেছেন ৷ ইরফান হাবিবের কথায়, মথুরা ও বারাণসী, উভয় জায়গায় মন্দিরগুলি ভেঙে দেওয়া হয়েছিল । ইতিহাসে এর উল্লেখ আছে । এটা খুব ভুল ছিল ৷ এতে কোনও সন্দেহ নেই, তবে এটাও দেখতে হবে যে ঘটনার পর 300 বছর অতিবাহিত হয়ে গিয়েছে ৷ অন্য কোনও ধর্মীয়স্থান ভেঙে এই ভুল শোধরানো যাবে না ।’’

তিনি আরও জানান, অনেক মসজিদের উপর মন্দির নির্মাণের কথা বলা হলেও এর কোনও সঠিক তারিখ পাওয়া যাবে না ৷ তবে তিনি উল্লেখ করেন, ‘‘ঔরঙ্গজেব বারাণসী ও মথুরার মন্দির ধ্বংস করার ইতিহাস রয়েছে ।’’ ঔরঙ্গজেব সম্পর্কে তিনি বলেন, ‘‘এটা একটা ভুল কাজ ছিল । মসজিদ বানাতে চাইলে যেকোনও জায়গায় বানাতে পারতেন । মন্দিরের উপর নির্মাণের কি দরকার ছিল ?’’ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘একইভাবে মন্দিরও যেকোনও জায়গায় বানানো যায় ৷ মসজিদ ভেঙে মন্দির বানানোর কী দরকার ।’’

আগ্রার তাজমহল সম্পর্কে তিনি বলেন, ‘‘তাজমহল একটি সমাধি । এটা কোনও প্রাসাদ নয় । এটাও থাকার জায়গা নয় । একপাশে একটি মসজিদ ও অন্য পাশে একটি মুসাফিরখানা রয়েছে । এমনকি এটি সম্পূর্ণ মসজিদও নয় । এর মর্যাদা ফারসি তারিখে লেখা । বাদশাহনামায় এর উল্লেখ আছে । বার্নিয়ারও এটি বর্ণনা করেছিলেন । এটি একটি সমাধি । মাজারে উরসের রশি আছে । হিন্দু মহাসভার এই বিষয়ে কেন আপত্তি আছে, জানি না ।’’

এছাড়া ধর্মাচরণ সংক্রান্ত 1991 সালের রায় প্রসঙ্গে এই অধ্যাপক বলেন, ‘‘আইনজীবীদের এটা জানা উচিত । আইনের অধীনে, ধর্মীয় স্থানগুলির অবস্থান 15 অগস্ট 1947 সালের মতোই থাকা উচিত । বেনারস নিয়ে যে সিদ্ধান্ত আদালত নিয়েছে, তাতে এই আইন মানা হয়নি । এখন এই আইন আদালতে পাশ হয়েছে ।’’

অন্যদিকে আলিগড় মসজিদে মন্দির ছিল বলে যে দাবি উঠেছে, সেই নিয়ে ইরফান হাবিব বলেন, ‘‘কোথাও মন্দিরের পরিবর্তে মসজিদ বানানো হয়েছে বলে কোথাও কিছু প্রকাশিত হয়নি । সরকারি বিবৃতিতেও এসেছে মসজিদটি সরকারি জমিতে নির্মিত । আগে এখানে কোনও উপাসনালয় বা মন্দির ছিল, তা বলা হয়নি ।’’

আরও পড়ুন:

  1. ইরফান হাবিব গুন্ডা, ইতিহাসবিদের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ রাজ্যপাল আরিফের
  2. আদালতের নির্দেশের পরই বৃহস্পতির ভোর থেকে জ্ঞানবাপী মসজিদের ভিতরে শুরু পুজো-পাঠ
  3. কড়া নিরাপত্তায় পরিষ্কার হল জ্ঞানবাপী মসজিদের সিল করা জলের ট্যাঙ্ক
Last Updated : Feb 8, 2024, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details