কাশ্মীরে বরফের মধ্য়েই ক্রিকেটে মত্ত জওয়ানরা লাহৌল স্পিতি/পুঞ্চ, 10 ফেব্রুয়ারি:বিদায়বেলায় শীতের মরশুমে ঘুরতে যাবেন ভাবছেন? চোখের সামনে ভাসছে কেবল বরফ? সাদা বরফের মাঝে হারিয়ে যেতে মন চাইছে? ঠিক আপানার কাঙ্খিত আবহাওয়াই এখন বিরাজ করছে হিমাচল প্রদেশ ও কাশ্মীরে ৷ শ্বেতশুভ্র বরফের আস্তরণ খুঁড়ে সেখানে বরফকেলিতে মেতেছেন পর্যটকরা ৷ সেইসঙ্গে কাশ্মীরের বারামুলায় ভারতীয় সেনা জওয়ানরা বরফের মধ্যেই আয়োজন করেছেন এক ক্রিকেট টুর্নামেন্টের ৷ এদিকে হিমাচলের লাহৌল স্পিতিতে এত ঠান্ডা তার জেরে খাবার-দাবার সমস্ত জমে যাচ্ছে ৷
সপ্তাহখানেক আগে থেকেই কাশ্মীরের শ্রীনগর এবং অন্যান্য অঞ্চলে চলছে তুষারপাত ৷ মরশুমের প্রথম তুষারপাত এখনও অব্যাহত ৷ পুরু বরফে ঢেকে চারিদিক। তুষারের চাদরে ঢেকে গিয়েছে কাশ্মীরের সমতলভাগও। গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশের উঁচু এলাকায় চলছে ভারী তুষারপাত। তুষারপাতের জেরে বিপর্যস্ত জনজীবন। তুষারপাতের কারণে রাজ্যগুলিতে ঠান্ডা এতটাই বেড়েছে, যে খাবার-দাবার জমে যাচ্ছে ৷ নদী-নালা থেকে জলপ্রপাত বা তেল, ডিম দুধ সবই ঠান্ডায় হিম হয়ে যাচ্ছে।
এছাড়াও বরফের জেরে চারিদিকে শুধু সাদা আর সাদা। বাড়ির ছাদের বরফের পুরু স্তর। গাছগুলিতে কোনও সবুজের আভাও দেখা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে বরফের গাছ। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলিও ঢেকে আছে বরফে। এরই মধ্যে দেখা যাচ্ছে বরফ নিয়ে খেলছে পর্যটকরা। গাড়ি যাওয়ার জন্য বরফ সরিয়ে পরিষ্কার করা হচ্ছে রাস্তা। তাপমাত্রা মাইনাসে পৌঁছেছে ৷ লাহৌল স্পিতি জেলার কেলং সদর দফতরে রাতের তাপমাত্রা -23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাচ্ছে বলে খবর ৷
এসপি লাহৌল স্পিতি ময়াঙ্ক চৌধুরী জানিয়েছেন, তুষারপাত হয়ে চলেছে অনবরত ৷ ফলে প্রতিনিয়ত যানবাহন দুর্ঘটনার যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, "এমন পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় লোকজনকে সাবধানে বেরতে হবে। একইসময়ে, পর্যটকরাও তুষারপাত উপভোগ করতে ক্রমবর্ধমান সংখ্যায় লাহৌল স্পিতির দিকে যাচ্ছেন। যার জন্য জেলা প্রশাসনও রাস্তা থেকে বরফ সরানোর কাজ শুরু করেছে ৷"
আরও পড়ুন:
- বৃষ্টির মতো অবিরাম ঝড়ে পড়েছে বরফ, শ্রীনগরের নৈসর্গিক দেখুন ভিডিয়োয়
- সাদা চাদরে মুখ ঢাকল হিমাচল থেকে কাশ্মীর, দেখুন তুষারপাতের নৈসর্গিক অ্যালবাম
- শৈলরানিতে বছরের প্রথম তুষারপাত, বরফ খেলতে মত্ত পর্যটকরা; দেখুন ভিডিয়ো