নয়াদিল্লি, 4 জানুয়ারি: প্রয়াত বিজ্ঞানী রাজাগোপাল চিদাম্বরম ৷ 1975 এবং 1998 সালের পারমাণবিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ৷ পারমাণবিক শক্তি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার 88 বছর বয়সে দেহাবসান হয়েছে প্রবাদপ্রতীম এই বিজ্ঞানীর।সকাল 3.20 টায় মুম্বইয়ের জাসলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এবং ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন চিদাম্বরম ৷ 1975 এবং 1999 সালে যথাক্রমে পদ্মশ্রী এবং পদ্মবিভূষণে ভূষিত হন । ভারতের অন্যতম বিশিষ্ট পরীক্ষামূলক পদার্থবিদ হিসেবে বিবেচিত চিদাম্বরম দেশের মৌলিক বিজ্ঞান এবং পারমাণবিক প্রযুক্তির অনেক ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছিলেন ।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু থেকে 1962 সালে পিএইচডি করেন ৷ ওই বছরে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে (BARC) যোগদান করেন । 1990 সালে তিনি বার্কের পরিচালক হন । 1993 থেকে 2000 সাল পর্যন্ত, চিদাম্বরম ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন । 1974 সালে পোখরানে শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার নকশা ও বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ৷ তিনি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি (DAE) দলকেও নেতৃত্ব দিয়েছিলেন ৷ ওই দলটি 1988 সালের মে মাসে পোখরান পরীক্ষায় ব্যবহৃত পারমাণবিক যন্ত্রগুলির ডিজাইন করেছিল
DAE-এর স্টুয়ার্ডশিপ চলাকালীন, পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি অন্য উচ্চতায় পৌঁছেছিল এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির সক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় । তিনি 1994-95 সাল পর্যন্ত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) বোর্ড অফ গভর্নরসের চেয়ারপার্সন ছিলেন । 2008 সালে চিদাম্বরমকে '2020 এবং তার পরে IAEA এর ভূমিকা' বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করার জন্য কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত করে । এছাড়াও তিনি 1990-99 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ক্রিস্টালোগ্রাফির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পরে সহ-সভাপতি ছিলেন ।
পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ ছাড়া, চিদাম্বরমের ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার:
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুর বিশিষ্ট প্রাক্তন ছাত্র পুরস্কার (1991)
ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি কর্তৃক দ্বিতীয় জওহরলাল নেহরু জন্মশতবর্ষের আন্তর্জাতিক ভিজিটিং ফেলোশিপ (1992)
ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের সি.ভি.রমন জন্মশতবর্ষ পুরস্কার (1995)
লোকমান্য তিলক পুরস্কার (1998)
বীর সাভারকর পুরস্কার (1999)
দাদাভাই নওরোজি মিলেনিয়াম অ্যাওয়ার্ড (1999)
ভারতীয় জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির মেঘনাদ সাহা পদক (2002)
শ্রী চন্দ্রশেকরেন্দ্র সরস্বতী জাতীয় বিশিষ্ট পুরস্কার (2003)
হোমি ভাভা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অফ দ্য ইন্ডিয়ান নিউক্লিয়ার সোসাইটি (2006)
ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ারিংয়ে লাইফটাইম কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড (2009)
ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি থেকে সি.ভি. রমন পদক (2013)
কাউন্সিল অফ পাওয়ার ইউটিলিটিসের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (2014)