পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এখনই ভূস্বর্গে সরাসরি ট্রেন নয়, কাটরা স্টেশনে বদল বাধ্যতামূলক - SRINAGAR RAIL SERVICE

এখনই সরাসরি ট্রেনে ভূস্বর্গে পা রাখার স্বপ্নপূরণ হচ্ছে না ৷ কাশ্মীর যেতে হলে কাটরার শ্রীমাতা বৈষ্ণদেবী রেল স্টেশনে নেমে ট্রেন বদল করতে হবে যাত্রীদের ৷

SRINAGAR RAIL SERVICE
শ্রীনগর যেতে হলে কাটরা থেকে বদল করতে হবে ট্রেন ৷ (ছবি- এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : 9 hours ago

জম্মু, 10 জানুয়ারি: কাশ্মীর ঘুরতে যাওয়া পর্যটকরা দিল্লি থেকে ট্রেনে সরাসরি শ্রীনগর যাওয়ার স্বপ্নপূরণ এখনই হচ্ছে না ! কাটরায় শ্রী মাতা বৈষ্ণদেবী স্টেশনে যাত্রীদের ট্রেন বদল বাধ্যতামূলক ৷ ইটিভি ভারতকে এমনটাই জানিয়েছে, উত্তর রেলের এক আধিকারিক ৷ ওই আধিকারিকের দাবি অনুযায়ী, জম্মুর কাটরা থেকে শ্রীনগর ও শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত একটি ট্রেন নিয়মিত যাতায়াত করবে ৷

ওই আধিকারিকের কথা অনুযায়ী, "শ্রীনগর থেকে একটি ট্রেন কাটরায় আসবে এবং একটি ট্রেন কাটরা থেকে শ্রীনগর যাবে ৷ যাত্রীদের কাটরা স্টেশন থেকে তাঁদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেন বদল করতে হবে ৷" ওই আধিকারিকের কথায়, "শ্রীনগর যাওয়ার ট্রেন সবসময় 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে ৷ নয়াদিল্লি থেকে আসা সব ট্রেন স্টেশনে পৌঁছালে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হবে ৷"

ওই আধিকারিকের বক্তব্য, "যাত্রীদের তাঁদের ব্যাগপত্র-সহ স্টেশনের বাইরে বের করে দেওয়া হবে ৷ তারপর পুনরায় নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এবং সঙ্গে থাকা লাগেজ স্ক্যানারে পরীক্ষা করিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ৷ সেখান থেকেই শ্রীনগরগামী ট্রেনে উঠতে হবে যাত্রীদের ৷ আর যে ট্রেনে তাঁরা কাটরায় আসবেন, সেটি শ্রীনগরের দিকে যাবে না ৷"

উত্তর রেলের ওই আধিকারিক জনিয়েছেন, নিরাপত্তার কারণে এখনই সরাসরি দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত ট্রেন চালানো সম্ভব নয় ৷ তবে যাত্রীদের শ্রীনগর পৌঁছতে যাতে কোনও সমস্যা না-হয়, তার জন্য নিয়মিত ট্রেন চলবে কাটরা ও শ্রীনগরের মধ্যে ৷ গত 31 ডিসেম্বর উত্তর রেলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, রোজ একটি বন্দে ভারত এক্সপ্রেস এবং দু’টি মেল ট্রেন চলাচল করবে শ্রী মাতা বৈষ্ণদেবী এবং শ্রীনগর স্টেশনের মধ্যে ৷

তবে, জম্মুর কাটরার শ্রী মাতা বৈষ্ণদেবী স্টেশন থেকে দেশের অন্যান্য প্রান্তে ট্রেনের সময়সূচি প্রকাশ করেনি উত্তর রেলওয়ে কর্তৃপক্ষ ৷ রেলের তরফে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেস রোজ সকাল 8টা 109 মিনিটে কাটরা থেকে ছাড়বে ৷ ট্রেনটি সকাল 11টা 20 মিনিটে শ্রীনগরে পৌঁছবে ৷ প্রথম মেল ট্রেনটি সকাল 9টা 50 মিনিটে কাটরা স্টেশন থেকে ছাড়বে এবং বেলা দুপুর 1টা 10 মিনিটে শ্রীনগরে পৌঁছবে ৷ দ্বিতীয় মেল ট্রেন বিকেল 3টের সময় কাটরার শ্রী মাতা বৈষ্ণদেবী স্টেশন থেকে ছাড়বে ৷ আর শ্রীনগরে সন্ধে 6টা 20 মিনিটে পৌঁছবে ৷

একই ভাবে সকালে 8টা 45 মিনিটে শ্রীনগর থেকে প্রথম মেল ট্রেনটি ছাড়বে ও দুপুর 12টা 5 মিনিটে তা কাটরায় পৌঁছবে ৷ বন্দে ভারত এক্সপ্রেস দুপুর 12টা 45 মিনিটে শ্রীনগর থেকে ছেড়ে বিকেল 3টে 55 মিনিটে কাটরা স্টেশনে আসবে ৷ দ্বিতীয় মেল ট্রেনটি বিকেল 3টের সময় শ্রীনগর থেকে ছাড়বে ও কাটরায় পৌঁছবে সন্ধে সাড়ে 6টার সময় ৷

তবে, এই মুহূর্তে সবার নজর রয়েছে 13 জানুয়ারির দিকে ৷ ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাটরা থেকে শ্রীনগর ও শ্রীনগর থেকে কাটরার মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন ৷ এর পাশাপাশি, গগনগির এবং সোনমার্গের মধ্যে শ্রীনগর-লেহ জাতীয় সড়কে জেড-মোরহ টানেলের উদ্বোধন করবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details