পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'সুপ্রিম' নির্দেশ ! NEET UG-র কেন্দ্রভিত্তিক ফলপ্রকাশ করল এনটিএ - NEET UG 2024 RESULTS - NEET UG 2024 RESULTS

City and Centre Wise NEET UG Result Out: এনটিএ'কে শনিবার বেলা 12টার মধ্যে NEET UG 2024-এর ফল ঘোষণার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেইমতো আজ ওই সময়েই ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2024-এর ফলপ্রকাশ করল ৷

NEET UG 2024 Result
নিট ইউজি 2024-এর ফলপ্রকাশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 12:22 PM IST

Updated : Jul 20, 2024, 1:22 PM IST

নয়াদিল্লি, 20 জুলাই: দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল শনিবার বেলা 12টার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2024-এর ফলপ্রকাশ করতে হবে ৷ একইসঙ্গে সুপ্রিম কোর্ট ওই ফলপ্রকাশের কিছু শর্তও বেঁধে দিয়েছিলেন। সেইমতো এনটিএ আজ, নিট ইউজি 2024 পরীক্ষার সম্পূর্ণ ফলাফল প্রকাশ করল ৷ শহর এবং সেন্টার ভিত্তিক নিট ইউজি পরীক্ষার ফল এদিন প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

এই পরীক্ষায় যাঁরা অংশ নিয়েছেন তাঁরা এনটিএ নিট-এর অফিশিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET/-এ ফলাফল দেখতে পারেন। এছাড়াও neet.ntaonline.in-এ ফলাফল চেক করা যেতে পারে। 18 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নির্দেশ দেয় শনিবার দুপুরের মধ্যেই এনটিএর ওয়েবসাইটে শহর ভিত্তিক এবং কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করতে হবে।

একইসঙ্গে জানানো হয়েছিল, ফলাফলে গোপন থাকবে শিক্ষার্থীদের পরিচয়, তাঁদের নাম প্রকাশ্যে আনা যাবে না। একইসঙ্গে আদালত রিপোর্ট চায় বিহার থেকেও। মামলার পরবর্তী শুনানি আগামী পরশু সোমবার ৷ উল্লেখ্য, নিট-ইউজিতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে দেশজুড়ে। এই আবহে 2024-এর নিট-ইউজি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। এই মামলায় আগেই কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানানো হয়েছিল, নিট পরীক্ষা বাতিল করার কোনও যুক্তিসাপেক্ষ ব্যাপার নয় ৷ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুক্তি ছিল, পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বিপদে পড়বেন।

প্রসঙ্গত, গত 5 মে প্রায় 23 লক্ষ 33 হাজার পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেছিল ৷ বিদেশের 14টি কেন্দ্র-সহ 571 শহরের 4 হাজার 750টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল ৷

Last Updated : Jul 20, 2024, 1:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details