বারাণসী, 13 মার্চ: তিন দশকের পুরনো একটি মামলায় সাজা হল গ্যাংস্টার মুখতার আনসারির ৷ বুধবার এই সাজা দিয়েছে বারাণসীর একটি বিশেষ আদালত ৷ আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্স রাখার দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত ৷ জেলার সরকারি আইনজীবী বিনয় সিং জানিয়েছেন যে মুখতার আনসারির বিরুদ্ধে এই রায় দিয়েছেন বিশেষ এমপি-এমএলএ কোর্টের বিচারক অবনীশ গৌতম ৷
তিনি আরও জানান, 1990 সালের ডিসেম্বর মাসে মুখতার আনসারির বিরুদ্ধে এই মামলা দায়ের হয় ৷ সেই সময় মামলা দায়ের হয়েছিল উত্তরপ্রদেশের গাজিপুর জেলার মহম্মদাবাদ থানায় ৷ সেখানে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ ভারতীয় দণ্ডবিধির 467 (জালিয়াতি), 468 (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) ও 120B (অপরাধী ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের হয় ৷ সেই মামলাতেই দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ৷
আদালত যখন এই মামলায় সাজা ঘোষণা করছে, সেই সময় সেখানে স্বশরীরে উপস্থিত ছিলেন না মুখতার আনসারি ৷ তাঁকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হয় ৷ তিনি আপাতত উত্তরপ্রদেশের বান্দা জেলে বন্দি ৷ সেই জেল থেকেই তাঁকে এজলাসে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যেম হাজির করা হয়েছিল বলে বিনয় সিং জানিয়েছেন ৷