পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাংলাদেশ সীমান্তে সুরক্ষিত ভারতীয়-হিন্দুরা ? নজরদারিতে কমিটি গঠন মোদি সরকারের - INDO BANGLA BORDER SITUATION - INDO BANGLA BORDER SITUATION

Amit Shah on Indo-Bangla Border Situation: বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবার কমিটি গঠন করল মোদি সরকার ৷ বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গেও প্রয়োজনে যোগাযোগ করবে এই কমিটি।

Amit Shah on Indo-Bangla border
কমিটি গঠন করল মোদি সরকার (সৌ: এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Aug 9, 2024, 6:50 PM IST

নয়াদিল্লি, 9 অগস্ট: বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করল ৷ এর নেতৃত্বে রয়েছেন বিএসএফ-এর এক শীর্ষ আধিকারিক ৷ দেশে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কড়া নজর রাখতে এই কমিটি গঠন করেছে তৃতীয় এনডিএ সরকার ৷ শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে ৷ সেই সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় যে ভারতীয় নাগরিকরা বাস করছেন, তাঁদের নিয়ে চিন্তায় রয়েছে ভারত সরকার ৷ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "বাংলাদেশের এই অবস্থায় মোদি সরকার একটি কমিটি গঠন করেছে ৷ এই কমিটি ইন্দো-বাংলাদেশ বর্ডারের (আইবিবি) বর্তমান পরিস্থিতিতে নজর রাখবে ৷ এই কমিটির শীর্ষে রয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ইস্টার্ন কম্যান্ডের এডিজি ৷"

তিনি জানান, "কমিটি সেখানে (বাংলাদেশ সীমান্তে) বসবাসকারী ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও প্রয়োজনে যোগাযোগ করবে ৷" বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, মোদি সরকার ভারত-বাংলাদেশ সীমান্তের (আইবিবি) বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যই এই কমিটি গঠন করেছে বলেও জানান শাহ ৷ কমিটি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ জানা গিয়েছে, ভারতীয় নাগরিক, হিন্দু এবং সেখানে বসবাসকারী অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা পর্যালোচনার জন্য বিশেষ কয়েজনকে রাখা হয়েছে এই কমিটিতে ৷

কমিটির নেতৃত্ব দেবেন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এডিজি এবং বিএসএফ-এর ইস্টার্ন কমান্ড ৷ অমিত শাহ এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, "বিএসএফ-এর এডিজি ছাড়াও কমিটির অন্য চার সদস্য হলেন দক্ষিণবঙ্গ সীমান্তের জন্য বিএসএফের আইজিপি, ত্রিপুরা সীমান্তের আইজিপি, সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) এবং ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (এলপিএআই)-এর সচিব ৷"

একই সঙ্গে, দ্রুত স্বাভাবিক অবস্থা সে দেশে ফিরে আসার বিষয়ে আশা প্রকাশও করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ পাশাপাশি সে দেশে বসবাসকারী হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাও চেয়েছেন প্রধানমন্ত্রী ৷ সাম্প্রতিক সপ্তাহে বাংলাদেশ মারাত্মক অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছে ৷ ছাত্রদের সংরক্ষণ বিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে পুলিশ কর্মী-সহ 500 জনেরও বেশি লোক নিহত হয়েছে। এরপরই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ৷ গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে এসে আশ্রয় নিয়েছেন ৷ এরপরই প্রতিবেশী দেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর হামলার খবর পাওয়া গিয়েছে। (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details