পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুকুর কার ! পোষ্যকে নিয়ে বিবাদে খুন বাবা-ছেলে, গুরুতর আহত মা - Murder for Dispute over Dog - MURDER FOR DISPUTE OVER DOG

Father and Son Killed for a Dog: পোষ্য কুকুরের মালিক কে ? এই নিয়ে শুরু হয়েছিল বিবাদ ৷ যা থামল মৃত্যুতে ৷ ছেলে ও বাবাকে হত্যার পর মায়ের উপর হামলা চালাল দুষ্কৃতীরা ৷ কোথায় ঘটল ন্যক্কারজনক এই ঘটনা ?

Dog News
কুকুর নিয়ে বিবাদের জেরে বাবা ও ছেলেকে খুন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 8:36 PM IST

বাথিন্দা (পঞ্জাব), 10 সেপ্টেম্বর: গৃহপালিত কুকুরকে কেন্দ্র করে ঝগড়া ৷ তার জেরে ছেলে ও বাবাকে খুন করল দুই যুবক ৷ এই ঘটনায় পঞ্জাবের বাথিন্দার তালওয়ান্দি জোড়া খুনের মামলা দায়ের হয়েছে । জানা গিয়েছে, গভীর রাতে প্রায় 6 জন মাতাল বাড়ির ছেলেকে গেটে ডেকে নিয়ে গিয়ে মারধর করে । এরপর তাকে খুন করে ৷ সেই সময় ছেলেকে বাঁচাতে এলে বাবাকেও হত্যা করে অভিযুক্তরা। শুধু তাই নয়, বাড়িতে উপস্থিত যুবকের মায়ের উপরেও হামলা করা হয় ৷ যার জেরে আহত হন গৃহকর্ত্রী ৷ পুলিশ দেহ উদ্ধার করে আসামীদের গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ৷

মৃত বাবার নাম মন্দির সিং (55) এবং ছেলে অমরিক সিং (32) ৷ তারা তালওয়ান্দি সাবোর জীবন সিং গ্রামের বাসিন্দা ৷ সোমবার রাত সাড়ে 9টা নাগাদ এই ঘটনা ঘটে । গ্রামের দুই মাদকাসক্ত যুবক মন্দির সিংয়ের বাড়ির বাইরে এসে তার ছেলে অমরিক সিংকে বেরিয়ে আসতে বলে । দুই অভিযুক্তের সঙ্গে অপেক্ষা করছিলেন আরও চারজন । এই নিয়ে তিনজনের মধ্যে কথা কাটাকাটি হলে মাদকাসক্ত যুবকরা তার সঙ্গীদের নিয়ে ধারালো অস্ত্র নিয়ে অমরিক সিংকে আক্রমণ করে । এটা দেখে মন্দির সিং তার ছেলেকে বাঁচাতে বেরিয়ে গেলেও মাদকাসক্ত যুবকরা তাকে মেরে ফেলে দেয় ।

ঘটনাটি দেখে মন্দির সিংয়ের স্ত্রী দর্শন কৌরও বেরিয়ে আসেন ৷ অভিযুক্তদের হামলায় গুরুতর আহত হন তিনি ৷ বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ জানা গিয়েছে, একটি পোষা কুকুরকে কেন্দ্র করে এই পুরো ঝগড়া হয়েছিল । আসলে, অমরিক গ্রাম থেকে একটি কুকুর বাড়িতে নিয়ে এসেছিলেন । তিনি ভেবেছিলেন কুকুরটা পথভ্রষ্ট । কিন্তু এই কুকুরটি অভিযুক্ত যুবকের । ক্ষুব্ধ যুবকরা রাতেই অমরিকের খোঁজে তার বাড়িতে পৌঁছে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে । ঘটনার পর গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । এই বিষয়ে বাথিন্দার ডিএসপি ইশান সিংলা জানিয়েছেন, মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু হয়েছে । পুলিশ অভিযুক্তদের শনাক্ত করেছে এবং তাদের গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details