পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চলন্ত গাড়িতে নাবালিকাকে গণধর্ষণ, অধরা অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি - Rape in Uttarakhand

Gang Rape: কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গাড়িতে ধর্ষণ করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে ৷ উত্তরাখণ্ডের হলদওয়ানির ঘটনা ৷ অভিযুক্তদের খোঁজ পেতে তল্লাশি শুরু পুলিশের ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 2:13 PM IST

Updated : Feb 5, 2024, 2:24 PM IST

হলদওয়ানি (উত্তরাখণ্ড), 5 ফেব্রুয়ারি: রাস্তায় অপেক্ষারত কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে ৷ ঘটনায় চাঞ্চল্য উত্তরাখণ্ডের হলদওয়ানি এলাকায় ৷ জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল নাবালিকা কিশোরী ৷ সেই সময় একটি গাড়ি এসে হঠাতই তার সামনে দাঁড়ায় ৷ এরপর গাড়ি থেকে নেমে একদল যুবক জোর করে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় ৷ চলন্ত গাড়িতে কোতোয়ালি এলাকায় কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷

খবর পেয়ে, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে 376 এবং অপহরণ-সহ আরও অনেক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷ এই বিষয়ে হলদওয়ানি থানার ইনচার্জ উমেশ মালিক জানিয়েছেন, হীরানগর পুলিশ পোস্ট এলাকায় বসবাসকারী একটি মেয়ে অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, শনিবার গভীর রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন ৷ এমন সময় গাড়িতে থাকা যুবকরা তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয় এবং চলন্ত গাড়িতে দুই যুবক তাকে ধর্ষণ করে । নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে হলদওয়ানি থানায় চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

কোতোয়ালি ইনচার্জ উমেশ মালিক আরও জানান, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে । আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে । গাড়িতে চার যুবক ছিল ৷ যার মধ্যে দুই যুবক নির্যাতিতাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তরা সবাই মুখানি থানা এলাকার বাসিন্দা।

এর আগেও হলদওয়ানিতে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছিল । অভিযুক্তকে ভাওয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ । এবারের ঘটনাতেও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ ৷

আরও পড়ুন :

  1. নাবালিকা গণধর্ষণে দোষীদের 90 বছরের সশ্রম কারাদণ্ড দিল পকসো আদালত
  2. বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে মদ্যপ অবস্থায় যুবতীকে গণধর্ষণ ! গ্রেফতার 3 অভিযুক্ত
  3. ভিন্নধর্মী যুগলকে হোটেলে হেনস্তা, সাতজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের
Last Updated : Feb 5, 2024, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details