বিশাখাপত্তনম, 4 অগস্ট: আরারও ট্রেন দুর্ঘটনা ৷ এবার ঘটনাস্থল বিশাখাপত্তনম রেল স্টেশন ৷ চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি কোচে আগুন লেগে গেল রবিবার । ট্রেনের জানলা দিয়ে দাউ দাউ করে বেরতে থাকল আগুনের লেলিহান শিখা ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেন ও স্টেশনে থাকা যাত্রীরা ৷ তবে দুর্ঘটনায় এখনও কোনও আহত বা হতাহতের খবর নেই ৷ সকলকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে বলেই খবর রেল সূত্রে ৷
দাউ দাউ করে জ্বলছে একাধিক কামরা (ইটিভি ভারত) জানা গিয়েছে, এ দিন বিশাখাপত্তনম রেল স্টেশন দাঁড়িয়ে থাকা কোবরা এক্সপ্রেসের বি-7 বগিতে প্রথমে আগুন লেগে যায় ৷ ধীরে ধীরে বি-6 ও এম-1 বগিতে সেই আগুন ছড়িয়ে পড়ে । খবর দেওয়া হয় দমকলে ৷ আধিকারিকরা দমকলের চারটি ইঞ্জিন নিয়ে বিশাখাপত্তনম রেল স্টেশনে আসেন ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় শেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । তবে অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি কোচ ৷ শর্ট সার্কিট থেকে এ দিন ট্রেনে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দমকলের তরফে ।
রেলের আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটি সকাল 6টায় কোরবা থেকে বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছেছিল । দুপুর 2টোয় তিরুপতি ফিরে যাওয়ার কথা ছিল ট্রেনটির । তবে সকাল 10টা নাগাদ হঠাৎ কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগার ঘটনা ঘটে । মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য কোচে ৷
বিশাখাপত্তনমের যুগ্ম সিপি ফকিরাপ্পা বলেছেন,"কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের সমস্ত যাত্রীদের ট্রেন থেকে নিরাপদে নামানো হয়েছে । আগুন লাগার সঙ্গে সঙ্গে রেলকর্মী ও পুলিশকে খবর দেওয়া হয় । চারটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । পুড়ে যাওয়া বগিগুলিকে ট্রেন থেকে আলাদা করে সরিয়ে নেওয়া হচ্ছে । রেলের কর্মীরা ঘটনার তদন্ত করছে ৷"
কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়ে গিয়েছিল হাওড়া-মুম্বই মেল ট্রেন ৷ এরপরে ফের পশ্চিমবঙ্গের রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে এবার খনিজ তেলের মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায় রাঙাপানিতে । এরপর আজ বিশাখাপত্তনম রেল স্টেশনে কোবরা এক্সপ্রেসে আগুনের ঘটনা ঘটল ৷ একের পর এক ট্রেন দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রেল ৷ যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷