পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোপালের রাজ্য সচিবালয়ে বিধ্বংসী আগুন, কয়েকঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে - Fire At Madhya Pradesh Secretariat

Vallabh bhawan caught massive fire: ভোপালের বল্লভ ভবনের পুরনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ এত গুরুত্বপূর্ণ সরকারি অফিসে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ৷ আগুন নেভাতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর সাহায্য ৷

Vallabh bhawan caught massive fire
মুখ্যমন্ত্রী কার্যালয়ে বিধ্বংসী আগুন

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 2:12 PM IST

ভোপাল, 9 মার্চ: মধ্যপ্রদেশে রাজ্য সচিবালয়ে বিধ্বংসী আগুন ৷ শনিবার সকালে ভোপালের রাজ্য সচিবালয়ে বল্লভ ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৷ এদিন ভবনের তৃতীয় তলা থেকে ধোঁয়া বেরতে দেখেন সাফাইকর্মীরা ৷ তাঁরাই দলকলে খবর দেন ৷ অগ্নিকান্ডের খবর পেয়েই উপস্থিত হয় দমকলের গাড়ি ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা ৷ জানা গিয়েছে, শনিবার বল্লভ ভবনের তৃতীয় তলায় অর্থাৎ 5 ও 6 নম্বর গেটের মধ্যে অবস্থিত ভবনটিতে আগুন লাগে ৷ বল্লভ ভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, "এই ধরনের ঘটনা যেন আর না-ঘটে, সেই দিকে নজর রাখা হবে।" কীভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক গাড়ি। দমকলকর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ভিতরে আটকে পড়া 5 কর্মীকে উদ্ধার করেন দমকলকর্মীরা ৷ প্রথমে দু’জন কর্মী ও পরে আরও 3 আটকে থাকা কর্মীকে উদ্ধার করেন ৷ প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

সচিবালয়ে আগুন লাগার ঘটনাটি প্রথমে এক সাফাইকর্মীর নজরে আসে ৷ বিশাল নামের ওই কর্মী এদিন সকালে সচিবালয়ের গেটের সামনের রাস্তা পরিষ্কার করছিলেন ৷ সেই সময়েই তিনি দেখেন বল্লভ ভবনের তিন তলা থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ দ্রুত মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানান ৷ ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি ৷

ঘটনা প্রসঙ্গেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, "আমি খবর পেয়েছি যে বল্লভ ভবনের আগুন লেগেছে। আমি কালেক্টরের কাছ থেকে এই সম্পর্কে তথ্য নিয়েছি, তার ভিত্তিতে আমি সিএস-কে পর্যবেক্ষণ করতে বলেছি এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য নির্দেশ দিয়েছি।"

শনিবার বল্লভ ভবনের পুরানো ভবনে যে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আবারও প্রশ্ন তুলেছে কেন এত গুরুত্বপূর্ণ সরকারি দফতরে এতগুলি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনাটি 12 জুন 2023 বল্লভ ভবনের কাছে অবস্থিত সাতপুরা ভবনের বিশাল অগ্নিকাণ্ডের কথাও মনে করিয়ে দেয়।

বল্লভ ভবনে কতবার আগুন লেগেছে:

13 জুলাই, 2017: ষষ্ঠ তলায় আগুন লাগে

26 জুলাই 2017: চতুর্থ তলায় আগুন লাগে

24 মে 2018: তৃতীয় তলায় আগুন লাগে

14 অক্টোবর 2020: পঞ্চম তলায় আগুন লাগে

15 নভেম্বর 2023: দ্বিতীয় তলায় আগুন লাগে

9 মার্চ, 2024: তিন তলায় আগুন লাগে

ABOUT THE AUTHOR

...view details