হায়দরাবাদ, 10 ডিসেম্বর: কর্ণাটক ও তামিলনাড়ুতে নিজেদের উপস্থিতি আরও বাড়াল মার্গদর্শী। দুটি রাজ্যে আরও দুটি নতুন শাখা খুলছে মার্গদর্শী। কর্ণাটকের কেঙ্গিরি এবং তামিলনাড়ুর হসুরে এই নতুন শাখা দুটি খোলা হচ্ছে। এই নতুন দুটি শাখার সাহায্যে তামিলনাড়ু থেকে শুরু করে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক-সহ দক্ষিণ ভারতের একটি বিরাট অঞ্চলে নিজেদের প্রভাব আরও বাড়াল সংস্থা।
দুটি শাখার উদ্বোধন হবে বুধবার। তার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্গদর্শীর এমডি শৈলজা কিরণ। সেখানেই এই দুটি শাখা সম্পর্কে বিস্তারিত তথ্য় দিলেন তিনি। তিনি জানালেন, গ্রাহকদের ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে তাঁদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসাই মার্গদর্শীর কাজ।
কর্ণাটকের কেঙ্গিরি শাখার বিষয় তিনি বলেন, "কর্ণাটকের বাসিন্দাদের আমরা আর্থিক স্বাধীনতা দিতে চাই। সেই দিক থেকে এই শাখার উদ্বোধন আলাদা তাৎপর্যের দাবি অবশ্যই রাখে। গ্রাহকদের অর্থ সুরক্ষিত রাখা আমাদের প্রাথমিক কর্তব্য। তাছাড়া মানুষের বিনিয়োগকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করে তাঁদের জীবনে সুদিন আনতে চাওয়া আমাদের সংস্থার প্রধান লক্ষ্য। এতদিন যেভাবে মানুষ আমাদের থেকে সেরাটা পেয়েছেন আগামিদিনেও আমরা সেটাই দিয়ে যেতে চাই। "