কাঙ্কের (ছত্তিশগড়), 17 মার্চ: গুলি থেকে নিজেদেরকে বাঁচাতে দেশীয় বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করছে মাওবাদীরা । এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে ৷ শনিবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলার কোয়ালীবেড়া এলাকায় পুলিশ ও বিএসএফ জওয়ানদের যৌথ অভিযানে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার হয় ৷ এই এনকাউন্টারের পরে পুলিশ নিহত মাওবাদীদের দেহ এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে । উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে তিনটি গুলির চিহ্ন-সহ একটি প্লেটও পাওয়া গিয়েছে । মনে করা হচ্ছে, মাওবাদীরা এটিকে দেশীয় বুলেট প্রুফ জ্যাকেট হিসেবে ব্যবহার করছে ।
কাঙ্কের পুলিশ সুপার ইন্দিরা কল্যাণ এলিসেলা ইটিভি ভারতকে বলেন, "এনকাউন্টার স্থলে তল্লাশির সময় অনেক জিনিস উদ্ধার করা হয়েছে । তার মধ্যে এমন একটি জিনিসও পাওয়া গিয়েছে যা দেখে মানুষ অবাক হয়ে যাবে । সাধারণত এটি দেখা যায় না । জওয়ানরা বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করেন, কিন্তু এখন মাওবাদীরাও জওয়ানদের গুলি থেকে বাঁচতে দেশীয় বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করছে ।"