হলদওয়ানি, 9 ফেব্রুয়ারি: প্রশাসনের তরফে বেআইনিভাবে নির্মিত মসজিদ ও মাদ্রাসা ভেঙে দেওয়ার জেরে উত্তরাখণ্ডের হলদওয়ানিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে ফের কড়াবার্তা দিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী৷ তাঁর কথায়, দেবভূমি উত্তরাখণ্ডে আইনশৃঙ্খলা যারা লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷
হলদওয়ানির বনভুলপুরা এলাকার মালিকের বাগানে বেআইনিভাবে ওই নির্মাণ হয়েছিল বলে অভিযোগ ৷ সেই নির্মাণ বৃহস্পতিবার ভাঙতে যায় স্থানীয় পুলিশ ও প্রশাসন ৷ সেই নিয়েই গোলমাল ছড়ায় ৷ পুলিশ ও প্রশাসনের কর্মীরা দুষ্কৃতিদের হামলায় আক্রান্ত হন ৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রল বোমা নিক্ষেপ করা হয় ।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয় । এরপর পুলিশের গুলিতে বাবা-ছেলে সহ দু’জন নিহত হন ৷ আহত হন অনেকে ৷ পাথর ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকর্মী-সহ তিন শতাধিক মানুষ আহত হয়েছেন । তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
ইতিমধ্যে জেলাশাসক বন্দনা সিং হলদওয়ানি শহরে 144 ধারা এবং বনভুলপুরা এলাকায় কারফিউ জারি করেছেন । পরিস্থিতি খতিয়ে দেখতে গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন জেলাশাসক নিজেই । জেলাশাসকও আহত পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে যান ৷ যেখানে তিনি আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ।