পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

থমথমে হলদওয়ানির নিরাপত্তায় আধাসেনা, পুলিশের গুলিতে নিহত অন্তত 2, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি ধামীর - Violence

Haldwani Banbhoolpura Violence: গোলমাল থামলেও এখনও থমথমে উত্তরাখণ্ডের হলদওয়ানি ৷ এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে ৷ দুষ্কৃতিদের আক্রমণে আহত তিনশোরও বেশি ৷ পুলিশের গুলিতে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ দোষীদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷

Haldwani Banbhoolpura Violence
Haldwani Banbhoolpura Violence

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 12:48 PM IST

হলদওয়ানি, 9 ফেব্রুয়ারি: প্রশাসনের তরফে বেআইনিভাবে নির্মিত মসজিদ ও মাদ্রাসা ভেঙে দেওয়ার জেরে উত্তরাখণ্ডের হলদওয়ানিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে ফের কড়াবার্তা দিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী৷ তাঁর কথায়, দেবভূমি উত্তরাখণ্ডে আইনশৃঙ্খলা যারা লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

হলদওয়ানির বনভুলপুরা এলাকার মালিকের বাগানে বেআইনিভাবে ওই নির্মাণ হয়েছিল বলে অভিযোগ ৷ সেই নির্মাণ বৃহস্পতিবার ভাঙতে যায় স্থানীয় পুলিশ ও প্রশাসন ৷ সেই নিয়েই গোলমাল ছড়ায় ৷ পুলিশ ও প্রশাসনের কর্মীরা দুষ্কৃতিদের হামলায় আক্রান্ত হন ৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রল বোমা নিক্ষেপ করা হয় ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয় । এরপর পুলিশের গুলিতে বাবা-ছেলে সহ দু’জন নিহত হন ৷ আহত হন অনেকে ৷ পাথর ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকর্মী-সহ তিন শতাধিক মানুষ আহত হয়েছেন । তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

ইতিমধ্যে জেলাশাসক বন্দনা সিং হলদওয়ানি শহরে 144 ধারা এবং বনভুলপুরা এলাকায় কারফিউ জারি করেছেন । পরিস্থিতি খতিয়ে দেখতে গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন জেলাশাসক নিজেই । জেলাশাসকও আহত পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে যান ৷ যেখানে তিনি আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ।

জেলাশাসক জানিয়েছেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । আধাসামরিক বাহিনী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিয়েছে । জেলা প্রশাসনের প্রথম অগ্রাধিকার হল হলদওয়ানি এবং এর আশেপাশের অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা । যারা উপদ্রব সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে । হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হচ্ছে । চিকিৎসক দলকে 24 ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

অগ্নিসংযোগের কারণে বিপুল পরিমাণ সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে । বিক্ষোভকারীরা অনেক গাড়িও পুড়িয়ে দিয়েছে । বনভুলপুরা থানায় আগুন ধরিয়ে দেওয়া হয় । বনভুলপুরা থানার অগ্নিকাণ্ডে বহু বছরের পুরনো রেকর্ডও পুড়ে ছাই হয়ে গিয়েছে । 70টির বেশি যানবাহন পুড়িয়ে ফেলা হয় এবং অনেক যানবাহন ভাঙচুর করা হয় ।

আরও পড়ুন:

বেআইনি মাদ্রাসা ভেঙে দেওয়ায় রণক্ষেত্র হলদওয়ানি, থানায় আগুন; পুলিশের গুলিতে মৃত 1

ABOUT THE AUTHOR

...view details