ETV Bharat / international

শপথের আগে বিপাকে 'হবু প্রেসিডেন্ট', পর্ন তারকাকে ঘুষ মামলায় সাজা পেতে পারেন ট্রাম্প - DONALD TRUMP

আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প ৷ তার আগেই পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাজা পেতে চলেছেন তিনি ৷

DONALD TRUMP
পর্ন তারকাকে ঘুষ মামলায় সাজা পেতে পারেন ট্রাম্প (ইটিভি ভারত)
author img

By PTI

Published : 5 hours ago

ওয়াশিংটন, 10 জানুয়ারি: আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ তার আগেই বড় বিপদের মুখে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ৷ পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাজা পেতে পারেন তিনি ৷ মামলা স্থগিত করার তাঁর চূড়ান্ত আবেদন খারিজ করে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট ৷ 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েকদিন আগে আদালতের এই রায়ে চিন্তিত ট্রাম্প ও তাঁর সমর্থকরা ৷

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় 10 জানুয়ারি অর্থাৎ আজ ট্রাম্পকে সাজা শোনাতে চলেছেন বিচারক ৷ তার আগে মামলাটি জরুরি ভিত্তিতে স্থগিতের আরজি জানান আমেরিকার 'হবু প্রেসিডেন্ট' ৷ কিন্তু, বৃহস্পতিবার সেই আরজি খারিজ করে দেন মার্কিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জন রবার্টস ও বিচারপতি অ্য়ামি কোনি ব্য়ারেট ৷ সংখ্যাগরিষ্ঠতদের দাবি, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে 10 তারিখের রায়ের কোনও প্রভাব পড়বে না ৷ কারণ, বিচারক আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারদণ্ডের কোনও সম্ভাবনা নেই ৷ এমনকী, জরিমানাও কোনও সম্ভাবনা নেই ট্রাম্পের ৷

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল অভিযোগ করেন 2006 সালে তিনি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন ৷ 2016 সালে নির্বাচনী প্রচারের আগে ঘটনাটি ধামাচাপা দিতে ড্যানিয়েলকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয় বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য হিসেবেও গড়মিল করেছিলেন ট্রাম্প বলেও অভিযোগ ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি ৷ কিন্তু, গত বছর মে মাসে 34টি অভিযোগের প্রতিটিতে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে ৷

ট্রাম্পের আইনজীবী ডি. জন সাউয়ার জানান, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অভিযোগ তোলা হচ্ছে ৷ এই মামলায় নিউইয়র্কের আদালত আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৷ তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখা হয়ে ৷ এরই মধ্যে, মামলা প্রত্যাহারের জন্য আর্জি জানান ট্রাম্প ৷

পড়ুন: পর্ন তারকাকে ঘুষ মামলায় আমেরিকার 'হবু প্রেসিডেন্ট' ট্রাম্পের সাজা ঘোষণা 10 জানুয়ারি

ওয়াশিংটন, 10 জানুয়ারি: আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ তার আগেই বড় বিপদের মুখে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ৷ পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাজা পেতে পারেন তিনি ৷ মামলা স্থগিত করার তাঁর চূড়ান্ত আবেদন খারিজ করে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট ৷ 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েকদিন আগে আদালতের এই রায়ে চিন্তিত ট্রাম্প ও তাঁর সমর্থকরা ৷

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় 10 জানুয়ারি অর্থাৎ আজ ট্রাম্পকে সাজা শোনাতে চলেছেন বিচারক ৷ তার আগে মামলাটি জরুরি ভিত্তিতে স্থগিতের আরজি জানান আমেরিকার 'হবু প্রেসিডেন্ট' ৷ কিন্তু, বৃহস্পতিবার সেই আরজি খারিজ করে দেন মার্কিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জন রবার্টস ও বিচারপতি অ্য়ামি কোনি ব্য়ারেট ৷ সংখ্যাগরিষ্ঠতদের দাবি, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে 10 তারিখের রায়ের কোনও প্রভাব পড়বে না ৷ কারণ, বিচারক আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারদণ্ডের কোনও সম্ভাবনা নেই ৷ এমনকী, জরিমানাও কোনও সম্ভাবনা নেই ট্রাম্পের ৷

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল অভিযোগ করেন 2006 সালে তিনি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন ৷ 2016 সালে নির্বাচনী প্রচারের আগে ঘটনাটি ধামাচাপা দিতে ড্যানিয়েলকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয় বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য হিসেবেও গড়মিল করেছিলেন ট্রাম্প বলেও অভিযোগ ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি ৷ কিন্তু, গত বছর মে মাসে 34টি অভিযোগের প্রতিটিতে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে ৷

ট্রাম্পের আইনজীবী ডি. জন সাউয়ার জানান, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অভিযোগ তোলা হচ্ছে ৷ এই মামলায় নিউইয়র্কের আদালত আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৷ তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখা হয়ে ৷ এরই মধ্যে, মামলা প্রত্যাহারের জন্য আর্জি জানান ট্রাম্প ৷

পড়ুন: পর্ন তারকাকে ঘুষ মামলায় আমেরিকার 'হবু প্রেসিডেন্ট' ট্রাম্পের সাজা ঘোষণা 10 জানুয়ারি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.