পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ! ওড়িশার সুন্দরগড়ে মৃত 6, আহত 5 - SUNDARGARH ACCIDENT

আলোর উৎসবের মধ্যে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ কীর্তন সেরে ফিরে আসার সময় দুর্ঘটনায় মৃত্যু 6 জনের ৷

SUNDARGARH ACCIDENT
যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 12:13 PM IST

সুন্দরগড় (ওড়িশা), 2 নভেম্বর: দীপাবলির আনন্দের মধ্যে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে 6 জনের ৷ আহত আরও 5 জন ৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলায় ৷

পুুলিশ সূত্রে খবর, এদিন ভোরে চকপলাই গ্রাম থেকে ফিরছিল যাত্রীবাহী একটি গাড়ি ৷ হেমগিরি থানা এলাকার গইকনপালি এলাকার কাছে একটি লরির পিছনে এসে ধাক্কা মাড়ে গাড়িটি ৷ তাতেই দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 6 জনের ৷ গুরুতর আহত হন আরও 5 জন ৷ মৃতরা কন্ডগোড়া ও সমরপিন্ড গ্রামের বাসিন্দা ৷

দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেমগিড়ি থানার কর্তারা ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, "গাড়িটিতে কীর্তনীয়াদের একটি দল ছিল ৷ তাঁরা দীপাবলি উপলক্ষে পাশের গ্রাম থেকে অনুষ্ঠান সেরে ফিরছিলেন ৷ সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷" তাঁদের মধ্যে ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয় ৷ বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানান পুলিশ আধিকারিক ৷

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও স্বচ্ছ ধারণা পাওয়া যায়নি ৷ ভোরের সময় ঘন কুয়াশায় ঢেকে থাকে রাস্তা ৷ দৃশ্য়মানতাও কম থাকে সেই সময় ৷ ফলে সেই কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে দাবি পুলিশের ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে ৷ এদিকে, ঘটনার জেরে দীর্ঘক্ষণ সেই রাস্তায় যান চলাচল ব্যহত হয় ৷ রাস্তা ঘিরে প্রতিবাদ দেখাতে শুরু করে স্থানীয়রা ৷ মৃতদের পরিবার পিছু সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবি জানান তারা ৷

পড়ুন:কালীপুজোর রাতে ভয়াবহ দুর্ঘটনা ! কালনায় মৃত 4, আহত 1

ABOUT THE AUTHOR

...view details