পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য বরাদ্দ হবে জায়গা, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক - MANMOHAN SINGH MEMORIAL

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য জায়গা চেয়ে কেন্দ্রকে চিঠি লেখা হয় কংগ্রেসের তরফে ৷ চিঠির জবাবে সম্মতি জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

MANMOHAN SINGH MEMORIAL
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (এপি, ফাইল চিত্র)

By PTI

Published : Dec 28, 2024, 8:31 AM IST

নয়াদিল্লি, 28 ডিসেম্বর:প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করা হবে কেন্দ্রের তরফে ৷ জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ শুক্রবার রাতে এই মর্মে একটি বিবৃতি পেশ করা হয়েছে মন্ত্রকের তরফে ৷

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ শীর্ষক সেই বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে স্মৃতিসৌধ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারকে ফোন করে বিষয়টি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

উল্লেখ্য, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরির জন্য উপযুক্ত জায়গার আবেদন জানিয়ে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ দুই পাতার সেই চিঠিতে তিনি লেখেন, "দেশের মহৎ সন্তানের শেষকৃত্য সেখানেই করা উচিত, যেখানে তাঁর স্মৃতিসৌধ নির্মাণ করা যাবে ৷" এই বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনেতাদের প্রসঙ্গও তুলে ধরেন রাজ্যসভায় প্রধান বিরোধী দলনেতা ৷

খাড়গে আরও বলেন, "দেশ তথা দেশবাসীর মনে বিশেষ স্থানজুড়ে রয়েছেন ডঃ মনমোহন সিং ৷ দেশের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য ৷ তাঁর দৃঢ় সংকল্পে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা তিনি ৷ আমার আশা, তাঁকে উপযুক্ত মর্যাদা দেওয়া হবে ৷" সেই চিঠির উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য উপযুক্ত স্থান বরাদ্দ করা হবে ৷ তবে এর জন্য খানিক সময় লাগবে ৷ একটি ট্রাস্ট গঠন করতে হবে ৷ সুতরাং, শেষকৃত্য হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

দিল্লির এইমস হাসপাতালে বৃহস্পতিবার রাত 9টা 51 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডঃ মনমোহন সিং ৷ শুক্রবার সারাদিন তাঁর দেহ নয়াদিল্লির 3 নম্বর মোতিলাল নেহরু রোডের বাসভবনে শায়িত ছিল ৷ শেষকৃত্য হবে শনিবার সকালে ।

জানা গিয়েছে, এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিংয়ের দেহ বাড়ি থেকে প্রথমে কংগ্রেসের সদর কার্যালয়ে নিয়ে যাওয়া হবে ৷ সেখানে সকাল 8টা 30 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত কংগ্রেস নেতা-কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন ৷ এরপর তাঁর অসংখ্য অনুগামীদের নিয়ে শেষযাত্রা পৌঁছবে নয়াদিল্লির নিগমবোধ শ্মশানে ৷ সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেলা 11টা 45 মিনিটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে ৷

পড়ুন:দেশের গুরুদায়িত্ব সামলেও মনমোহন ছিলেন 'ফ্যামিলিম্যান', ভালোবাসতেন কলকাতার দই

ABOUT THE AUTHOR

...view details