পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুরনো কয়েন বিক্রির বিজ্ঞাপন থেকে ডিজিটাল অ্যারেস্ট! প্রতারিত খোয়ালেন 58 লক্ষ - CYBER FRAUD

সোশাল মিডিয়ায় পুরনো কয়েন বিক্রির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন ৷ সেই শুরু, এরপর ধাপে ধাপে একমাসের কিছু বেশি সময়ে 58 লক্ষ টাকা খোয়ালেন ব্যক্তি ৷

Man Duped lakhs
প্রতারণার শিকার এক ব্যক্তি (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 15 hours ago

মেঙ্গালুরু, 9 জানুয়ারি: পুরনো মুদ্রা বিক্রি করতে গিয়ে বিপুল টাকার জালিয়াতির শিকার ব্যক্তি ৷ পাশাপাশি ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণারও শিকার হয়েছেন তিনি। সবমিলিয়ে তিনি 58 লক্ষ টাকা খুইয়েছেন বলে অভিযোগ ৷ কর্ণাটকের কাভুর থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যক্তি ৷ ঘটনাটি গত বছরের ৷

লিখিত অভিযোগে ওই ব্যক্তি জানিয়েছেন, 2024 সালের 25 নভেম্বর ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তিনি আকৃষ্ট হন ৷ সেখানে বলা হয়েছে, বিপুল টাকার বিনিময়ে পুরনো মুদ্রা কিনতে আগ্রহী এক বিজ্ঞাপনদাতা ৷ তা দেখে মুদ্রা সংগ্রাহক ব্যক্তি বিজ্ঞাপনের হোয়াটসঅ্যাপ নম্বরটিতে 15টি পুরনো মুদ্রার ছবি পাঠান ৷ সেই ছবি দেখে বিজ্ঞাপনদাতা তাঁকে জানান তিনি 15টি পুরনো কয়েনই কিনে নেবেন ৷ এর জন্য 49 লক্ষ টাকা দেবেন ৷

পরে অভিযুক্ত জানান, মুদ্রাগুলি বিক্রি করতে হলে প্রথম 750 টাকা দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (আরবিআই) রেজিস্ট্রেশন করতে হবে ৷ সেই মতো মুদ্রা সংগ্রাহক ব্যক্তি ইউপিআই-এর মাধ্যমে ওই টাকা দিয়ে নাম নথিভুক্ত করেন ৷ এরপর অভিযুক্ত হোয়াটসঅ্যাম্প নম্বরে 17 হাজার 500 টাকা চেয়ে পাঠান ৷ তিনি বলেন, জিএসটি প্রক্রিয়াকরণ ফি হিসাবে এই টাকা দিতে হবে ৷

এরপর একে একে বিমা ফি হিসাবে 95 হাজার 500 টাকা, টিডিএসএ-র জন্য 49 হাজার 499 টাকা, জিপিএস ফি হিসেবে 71 হাজার 500 টাকা, আইটিআর ফি বাবদ 39 হাজার 990 টাকা এবং আরবিআই নোটিশ পেন্ডিং ফি হিসাবে 3 লক্ষ 50 হাজার টাকা দাবি করে অভিযুক্ত ৷ আর মুদ্রা বিক্রি করতে গিয়ে এই সব টাকা অভিযুক্তকে দিয়ে দেন মুদ্রাসংগ্রাহক ব্যক্তি ৷

পরে 15 ডিসেম্বর ওই ব্যক্তির কাছে একটি ফোন আসে ৷ ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে মুম্বই সাইবার পুলিশ কমিশনার গৌরব শিবাজী রাও শিন্ডে বলে দাবি করেন ৷ তিনি জানান, আরবিআই-এর কাছ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করার নোটিশ তিনি পেয়েছেন ৷ তাই আরবিআই-এর নির্দেশিকা অনুযায়ী 12 লক্ষ 55 হাজার টাকা দিতে হবে ৷

ভুয়ো পুলিশের কথায় ভুলে এই বিপুল টাকা স্থানান্তরিত করে দেন ওই মুদ্রা সংগ্রাহক ব্যক্তি ৷ তিনি ওই পুলিশকে প্রশ্ন করলে উল্টে তাঁর উপরেই চেঁচামেচি করে ভুয়ো পুলিশ ৷ এইভাবে 25 নভেম্বর থেকে 30 ডিসেম্বর সময়ের মধ্যে দফায় দফায় মোট 58 লক্ষ 26 হাজার 399 টাকা ওই ভুয়ো বিজ্ঞাপনদাতা ও পুলিশ অফিসারের অ্যাকাউন্টে স্থানান্তরিত করেন ওই ব্য়ক্তি ৷ পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে ৷ যে বা যারা এভাবে মানুষকে ঠকিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details