ওয়েনাড়, 27 জানুয়ারি: কার্ফু জারির 5 ঘণ্টার মধ্যে 'ওয়েনাড়ের ত্রাস' মানুষখেকো বাঘের দেহ উদ্ধার ৷ শরীরে মিলেছে আঘাতের চিহ্ন ৷ গলায় রয়েছে দু'টি গভীর ক্ষত ৷ বন বিভাগের অনুমান অন্য কোনও বাঘের সঙ্গে সংঘর্ষের জেরে গুরুতর আঘাতেই মৃত্যু হয়েছে এই বাঘের ৷ সোমবার ওয়েনাড়ের পাঁচরাকলির কাছে পিলাকাভু এস্টেটে উদ্ধার হয় বাঘটির দেহ ৷
বাঘটির মৃত্যুর খবর নিশ্চিত করেছে কেরলের বন ও বন্যপ্রাণী সুরক্ষামন্ত্রী একে সাসেন্দ্রনের কার্যালয় ৷ সেখান থেকে জানা গিয়েছে, সোমবার রাত আড়াইটে নাগাদ বাঘটির দেহ উদ্ধার হয় ৷ এরপর সেটিকে বেস ক্যাম্পে স্থানান্তরিত করা হয় ৷ চিরুনি তল্লাশি চালানোর সময়ই তদন্তকারী দল বাঘটির দেহ পড়ে থাকতে দেখে ৷ শীঘ্রই তার ময়নাতদন্ত করা হবে ৷ তারপর রিপোর্ট এলেই পরিষ্কার হবে মৃত্যুর কারণ ৷