কালাবুর্গি (কর্ণাটক), 21 ফেব্রুয়ারি: কৃষকদের আন্দোলনের পাশে রয়েছে কংগ্রেস৷ বুধবার জানালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি বলেন, "আমরা তাঁদের (কৃষকদের) সমর্থন করছি । আমরা প্রকাশ্যে বলছি যে তাঁদের যুক্তিসঙ্গত দাবিগুলি পূরণ করা উচিত । আমরা আমাদের নির্বাচনী ইস্তাহারে এটিও বলব যে এই নিয়ে আইনি গ্যারান্টি দেওয়া হবে । সমস্ত ফসলকে অন্তর্ভুক্ত করা যাবে না ৷ তবে প্রয়োজনীয় ফসলগুলি অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত (এমএসপি প্রদান-সহ) ।"
কৃষকদের বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রদেশ সভাপতি জিতু পাটোয়ারি ৷ তিনি বলেন, ‘‘আমাদের দেশের প্রধানমন্ত্রী 2014 সালের নির্বাচনে বলেছিলেন যে কৃষকরা কী ভুল করেছেন যে তাঁরা তাঁদের ফসলের সুফল পাবেন না ? তিনি বলেছিলেন যে ফসলের এমএসপি দ্বিগুণ করতে হবে । পাঁচ বছর কেটে যাওয়ার পরও কিছুই হয়নি । দেশে একাধিকবার আন্দোলন হয়েছে৷ এমএসপি বাস্তবায়নের জন্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে ৷ কিন্তু কিছুই বাস্তবায়িত হয়নি ।"
এই নিয়ে গতকাল মঙ্গলবারই সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনিও বিজেপির সমালোচনা করেছিলেন ৷ অভিযোগ করেছিলেন যে কেন্দ্রের বিজেপি সরকার এমএস স্বামীনাথনের রিপোর্ট বাস্তবায়িত করেনি ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি লেখেন, "যে দেশে 14 লক্ষ কোটি টাকার ব্যাঙ্কের ঋণ মকুব করা হয়েছে, 1.8 লক্ষ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, সেখানে কৃষকদের জন্য সামান্য খরচও কেন চক্ষুশূল ?’’
ওই পোস্টে রাহুল গান্ধি আরও লেখেন, ‘‘এমএসপির গ্যারান্টি কৃষিতে বিনিয়োগ বাড়াবে, বাড়বে গ্রামীণ ভারতের চাহিদা এবং কৃষকরাও বিভিন্ন ধরনের ফসল চাষে আস্থা পাবে, যা দেশের সমৃদ্ধির গ্যারান্টি । যাঁরা এমএসপি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁরা ড. স্বামীনাথন ও তাঁর স্বপ্নকে অপমান করছেন । এমএসপির গ্যারান্টি দিয়ে ভারতীয় কৃষকরা বাজেটের উপর বোঝা হবেন না, কিন্তু জিডিপি বৃদ্ধির চালক হয়ে উঠবেন ।"