পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'বিজেপি সাংসদরা আমাকে ধাক্কা দিয়েছেন', বিড়লাকে চিঠি খাড়গের - PARLIAMENT SCUFFLE

সংসদ চত্বরে দুই শিবিরের ধাক্কাধাক্কির ঘটনায় উত্তপ্ত জাতীয় রাজনীতি ৷ এবার কংগ্রেস সভাপতি খাড়গে বিজেপি সাংসদদের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ তুললেন ৷

Kharge claims he was pushed by BJP MPs
মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধি (ছবি সৌজন্য: কংগ্রেসের এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Dec 19, 2024, 5:27 PM IST

Updated : Dec 19, 2024, 6:58 PM IST

নয়াদিল্লি, 19 ডিসেম্বর:বিরোধী দলনেতারাহুল গান্ধির বিরুদ্ধেবিজেপি সাংসদদের ধাক্কা মারার অভিযোগের পাল্টা একই অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ বৃহস্পতিবার তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে লেখা চিঠিতে জানান, সংসদ চত্বরে বিজেপি সাংসদরা তাঁকে ধাক্কা মারেন এবং তিনি পড়ে যান ৷ রাজ্যসভার বিরোধী দলনেতা এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার অনুরোধও জানিয়েছেন স্পিকারকে ৷

অশীতিপর দলিত নেতা বলেন, "মকর দ্বারে বিজেপির সাংসদরা আমায় ধাক্কা দেন ৷ আমি ভারসাম্য হারিয়ে ফেলি ৷ এরপর মাটিতে বসে পড়ি ৷" জানা গিয়েছে, এদিন সকালে সংসদের মকর দ্বারে বিজেপি সাংসদরা কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন ৷ সেই সময় রাহুল-সহ অন্যান্য কংগ্রেস সাংসদরা সংসদের ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন ৷ তাঁরা আম্বেদকর ইস্যুতে অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন ৷

কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধির অভিযোগ, সেই সময় গেরুয়া শিবিরের সাংসদরা তাঁকে সংসদে ঢুকতে বাধা দেন ৷ এমনকী হুমকিও দেয় ৷ সেই সময় দু'তরফে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বিজেপি সাংসদ মুকেশ রাজপুত, প্রতাপ সারাঙ্গি ৷ তাঁদের দু'জনেই এখন হাসপাতালে ৷ এই ঘটনায় বিজেপি সাংসদরা অভিযোগ করেছেন, রাহুল গান্ধি তাঁদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন ৷ অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ৷

এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বলেন, "রাহুলজি বিআর আম্বেদকরের একটি ফোটো ধরেছিলেন এবং 'জয় ভীম' স্লোগান দিচ্ছিলেন ৷ তিনি শান্তিপূর্ণভাবে সংসদের ভিতরে প্রবেশ করছিলেন ৷ আপনারা দেখতে পাবেন, কাকে ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছিল ৷ আমরা এতদিন ধরে প্রতিবাদ করছি, সমসময় মানুষকে রাস্তা ছেড়ে দিয়েছি ৷ আজ ওরা (বিজেপি সাংসদরা) বিক্ষোভ দেখানোর সময় ধাক্কাধাক্কি, গুন্ডাগিরি করছিলেন ৷ ওরা চক্রান্ত করে দাদাকে (রাহুল গান্ধি) ধাক্কা মারেন ৷ আমার চোখের সামনে খাড়গেজিকে ধাক্কা দেওয়া হয়, তিনি মাটিতে পড়ে যান ৷ আবার এক সিপিএম সাংসদকে ধাক্কা দিলে তিনি খাড়গেজির উপর পড়ে যান ৷ এটা পুরোটাই ষড়যন্ত্র ৷ তাঁদের প্রকৃত ভাবাবেগ আজ চোখের সামনে দেখেছি... আমি বিজেপি সাংসদদের চ্যালেঞ্জ জানাই, তাঁরা 'জয় ভীম' স্লোগান দিন ৷"

এরপর কংগ্রেসের কয়েকজন সিনিয়র নেতা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ করেন, রাহুল গান্ধির উপর শারীরিক নিগ্রহ করা হয় ৷ এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক ৷ এই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল, কুদুকুনিল সুরেশ, রবীন্দ্র চওয়ান ডিন কুরিয়াকোস এবং ভিকে শ্রীধরন ৷ তাঁরা বলেন, "আমরা মকর দ্বার দিয়ে প্রবেশের চেষ্টা করছিলাম ৷ বিক্ষোভরত সাংসদরা আমাদের রাস্তা রুখে দাঁড়ান ৷"

অধ্যক্ষ ওম বিড়লাকে তাঁরা লেখেন, "শাসকদলের তিনজন সাংসদ বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন, এটাও আমরা আপনাকে জানাতে চাই ৷ এটা বিরোধী দলনেতার স্বাধিকার লঙ্ঘন করা হয়েছে ৷ তিনি নিজ পদমর্যাদাবলে যে ক্ষমতা পেয়েছেন, তাঁর উল্লঙ্ঘন করা হয়েছে ৷ এটা শুরু রাহুল গান্ধির ব্যক্তিগত মর্যাদাতেই অবমাননা নয়, আমাদের সংসদের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধাচরণ ৷ আমরা আশা করি, আপনি বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেবেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেবেন ৷"

থানায় অভিযোগ দায়ের

এদিকে বিজেপির তরফে সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরী স্বরাজ দিল্লি পুলিশের কাছে বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেছেন ৷ ওই ধারাগুলির মধ্যে খুনের চেষ্টার ধারাও রয়েছে ৷ এর পাল্টা কংগ্রেসের তরফে দিগ্বিজয় সিং-সহ অন্য সাংসদরাও পৌঁছন পার্লামেন্ট স্ট্রিট থানায় ৷ প্রবীণ নেতা বলেন, "আমরা ঠিক করেছিলাম সংসদের বিআর আম্বেদকরের মূর্তি থেকে মকর দ্বার পর্যন্ত প্রতিবাদ মিছিল করব ৷ কিন্তু বিজেপি নেতারা মকরদ্বারে ছিল এবং সেখানে গোলমাল করতে থাকে ৷ এই সময় আমাদের দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে পড়ে যান এবং তাঁর দু'টি হাঁটুতে আঘাত লেগেছে ৷ আমরা আজ এখানে এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসেছি ৷ আম্বেদকরের বিরুদ্ধে যে অপমানজনক মন্তব্য করা হয়েছে, তা থেকে নজর ঘোরাতে এই পুরো নাটক ৷"

Last Updated : Dec 19, 2024, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details