ঝাজ্জর, 15 জানুয়ারি: কথায় আছে, জীবনকে পুরোপুরি ভোগ করে, তার সারমর্ম উপলব্ধি করে মানুষ অধ্যাত্মের রাস্তায় হাঁটতে শুরু করে ৷ এমনটা অনুভব করেছেন হরিয়ানার বাসিন্দা অভয় সিং ৷ যিনি আইআইটি বাবা নামে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ৷ তাঁর ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷
অভয় সিং এখন আইআইটি বাবা, কারণ তিনি মুম্বইয়ের আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি অর্জন করেছেন ৷ এরপর কিছুদিন ভারত ও কানাডায় চাকরি করেছেন ৷ তারপর তিনি সাধু হয়ে যান ৷
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বাবা অভয় সিং বলেন, "আমি হরিয়ানার ঝাজ্জরে জন্মগ্রহণ করেছিলাম ৷ সেখানেই পড়াশোনা ৷ এরপর জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিয়েছিলাম ৷ পরে মুম্বই আইআইটিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি ৷ জীবন নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে ৷ ইঞ্জিনিয়ারিং থেকে আমার রাস্তা বদলে আর্টসে পৌঁছেছি ৷ এরপর যতদিন না পর্যন্ত আমি চূড়ান্ত সত্যকে উপলব্ধি করেছি, ততদিন পর্যন্ত আমার জীবনের প্রতি বাঁকেই পরিবর্তন এসেছে ৷"
তিনি আরও বলেন, "একটা সময় আমি জীবনের মানে জানতে চেয়েছিলাম ৷ এরপর আমি ভাগ্যে যা আছে, তার সন্ধান পেলাম ৷ আপনি যদি বহু মানুষের জীবন নিয়ে জানতে পারেন, তাহলে দেখবেন তাঁদের নিজেদের কোনও পছন্দ নেই ৷ আপনি ভক্তি বেছে নেননি, সেটা শুধুমাত্র ফলাফল ৷ এই সবকিছুর মধ্যে একটা সংযোগ ৷"