অযোধ্যা, 17 এপ্রিল: প্রথমে 'দিব্য অভিষেক', তারপর 'সূর্য তিলক' ৷ অযোধ্যার রাম মন্দিরে মহাসমারোহে চলছে রামনবমীর পুজো ৷ 22 জানুয়ারি ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার পর আজ প্রথম রামনবমী পালিত হচ্ছে সেখানে ৷ বিশেষ এই দিনটিতে অযোধ্যার রাম মন্দিরে ভিড় জমিয়েছেন বহু ভক্ত ৷ সকলের মধ্যে বাঁধ ভাঙা উৎসাহ নজর কেড়েছে সকলের ৷ বুধবার সকাল সাড়ে তিনটেয় রাম মন্দিরে শুরু হয় 'দর্শন'। মন্দির পরিদর্শনের আগে, ভক্তরা অযোধ্যার সরযূ নদীর পবিত্র জলে ডুব দেন । রাত থেকেই ঘাটে ভিড় করতে থাকেন তাঁরা । মন্দির পরিচালনার দায়ীত্বে থাকা সংস্থা 'শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট' জানিয়েছে, মন্দিরে রাম লালার 'দিব্য অভিষেক' সকালে অত্যন্ত উৎসাহ এবং আধ্যাত্মিকতার সঙ্গে পালন করা হয়েছে ।
তবে সবথেকে আকর্ষণীয় হল শ্রী রামের 'সূর্য তিলক' অনুষ্ঠান ৷ রাম লালার কপালে সূর্যের কিরণ পড়ে তৈরি হয় আশ্চর্য এই সূর্য তিলক । বুধবার দুপুর 12.16 নাগাদ সেই অনুষ্ঠানও সম্পন্ন হয় সফলভাবে ৷ উল্লেখ্য, বিশেষ আয়না এবং লেন্স দিয়ে তৈরি করা হয়েছে এই 'সূর্য তিলক' ৷ রামনবমীর পুজোর আগে মঙ্গলবার বিশেষ এই ব্যবস্থাটি পরীক্ষা করেন একটি দল । সিএসআইআর-সিবিআরআই রুরকির বিজ্ঞানী ডা. এসকে পানিুগ্রাহি বলেন, "সূর্য তিলকের মূল উদ্দেশ্য হল, রামনবমীর দিনে শ্রী রাম মূর্তির কপালের 'তিলক'টিকে সকলের নজরে আনা । প্রতি বছর চৈত্র মাসে শ্রী রাম নবমীতে দুপুরে ভগবান রামের কপালে সূর্যালোক দেওয়া হবে এই তিলকের মাধ্যমে ।"
কয়েক দশকের অপেক্ষার পর অবশেষে চলতি বছর সকলের জন্য খুলে দেওয়া হয় অযোধ্যার রাম মন্দিরের দরজা ৷ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন বহু তারকা, রাজনীতিকরা ৷ স্বভাবতই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মন্দির চত্ত্বর ৷ তবে রামনবমীতে কোনও রকম ভিআইপি ব্যবস্থা করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে ৷ এমনকি আগে থেকে যারা দর্শনের জন্য টিকিট কেটে রেখেছিলেন, তাঁদেরও পাসগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট । যদিও আজকের দিনের জন্য দর্শনের সময় বাড়ানো হয়েছে ৷