পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল, ‘ক্যাশ ফর কোয়েরি’ কাণ্ডে চাপে তৃণমূল প্রার্থী

Lokpal orders CBI probe against Mahua: ফের চাপে মহুয়া মৈত্র ৷ ‘ক্যাশ ফর কোয়েরি’ কাণ্ডে বহিষ্কৃত তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 10:55 PM IST

Updated : Mar 19, 2024, 11:07 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ: তৃণমূলের 'প্রাক্তন' সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল ৷ 20 (3) (এ) ধারায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ব্যবসায়ী দর্শন হিরানন্দানির সঙ্গে তাঁর সংসদীয় পোর্টালের লগ-ইন পাসওয়ার্ড শেয়ার করে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার জন্য দোষী সাব্যস্ত করার পরে গত ডিসেম্বরে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল লোকসভার নীতিশাস্ত্র কমিটি ।

মঙ্গলবার রাতে এই যাবৎ একটি নির্দেশ দিয়েছে লোকপাল ৷ তাতে সিবিআই’কে তদন্তের পাশাপাশি প্রতি মাসে তদন্তের অগ্রগতির বিষয়ে পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে ৷ একই সঙ্গে ছ’মাস পর তদন্তের প্রতিবেদনের অনুলিপি জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷

লোকপাল ওই নির্দেশে বলেছে, “আমরা সিবিআই’কে নির্দেশ দিচ্ছি, ধারা 20(3)(এ) এর অধীনে মহুয়া মৈত্রর বিরুদ্ধে হওয়া সমস্ত অভিযোগের তদন্ত করতে ৷ একই সঙ্গে এই আদেশ প্রাপ্তির তারিখ থেকে ছ’মাসের মধ্যে তদন্তের প্রতিবেদনের একটি অনুলিপি জমা দিতে নির্দেশ দিচ্ছি । সিবিআইও প্রতি মাসে তদন্তের অবস্থা সম্পর্কে পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেবে ।’’

উল্লেখ্য়, গত বছর অক্টোবরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করেছেন ৷ মহুয়া সাংসদ হিসেবে পাওয়া তাঁর লগ-ইন আইডি অন্য কাউকে দিয়েছেন ৷ এই ঘটনা দেশের সুরক্ষার সঙ্গে আপোশ করার সামিল৷ আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের অভিযোগের ভিত্তিতে বিষয়টি লোকসভার অধ্যক্ষকে জানান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, তা পাঠিয়ে দেন এথিক্স কমিটির কাছে ৷

সেই কমিটি রিপোর্ট জমা দেয় ৷ সেই রিপোর্টের ভিত্তিতে গত 8 ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলার সময় এই নিয়ে লোকসভায় আলোচনা হয় ৷ তবে সেই আলোচনায় মহুয়াকে অংশ নিতে দেওয়া হয়নি ৷ পরে অনৈতিক কাজের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কারের প্রস্তাব পেশ করেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ ধ্বনি ভোটে সেই প্রস্তাব পাশ হয় ৷ লোকসভা থেকে বহিষ্কার করা হয় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ৷

আরও পড়ুন:

  1. মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য, অডিয়ো ভাইরাল হতেই থানায় অভিযোগ বিজেপির
  2. তদন্ত যত এগোবে ততই মহুয়ার কুৎসিত দিক সামনে আসবে, তোপ নিশিকান্ত দুবের
  3. মহুয়া নজরদারি চালাচ্ছেন, 'যুদ্ধ বিপজ্জনক হলেও মাথা নোয়াব না', মন্তব্য প্রাক্তন প্রেমিক জয়ের
Last Updated : Mar 19, 2024, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details