ETV Bharat / bharat

চেন্নাইয়ে জনপ্রিয়তায় ধোনিকে ছাপিয়ে যাব ! দাবি পিকে’র - PRASHANT KISHOR CHALLENGES DHONI

পিকে’র কথায়, "ধোনি প্রতিবার চেন্নাই সুপার কিংসকে জিতিয়ে দেন ৷ 2026 বিধানসভা ভোটে টিভিকে’কে জিতিয়ে দিলে আমি ওঁর জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাব ৷"

Prashant Kishor Challenges Dhoni
ভোটকুশলী প্রশান্ত কিশোর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 5:39 PM IST

মহাবলিপুরম (তামিলনাড়ু), 26 ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজগমের (টিভিকে) বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ৷ বাংলা-সহ একাধিক রাজ্যের ভোটে ‘খেল’ দেখানো পিকে’র প্রতিশ্রুতি, তামিলনাড়ুতে জনপ্রিয়তার দিক থেকে মহেন্দ্র সিং ধোনিকেও ছাড়িয়ে যাবেন তিনি ।

বুধবার টিভিকে’র একটি অনুষ্ঠানে অভিনেতা বিজয়ের পাশে বসে পিকে দাবি করেন, ধোনি হলেন ‘একমাত্র বিহারী’ যিনি তামিলনাড়ুতে তাঁর থেকেও বেশি জনপ্রিয়। তিনি বলেন, ‘‘ধোনি হলেন একমাত্র বিহারী যিনি তামিলনাড়ুতে আমার চেয়েও বেশি জনপ্রিয় ৷ কিন্তু ভুল করবেন না, পরের বছর যখন আমি নির্বাচনে অবদান রাখব এবং আপনাদের জয়লাভ করতে সাহায্য করব, তখন আমি জনপ্রিয়তার দিক থেকে ধোনিকেও টপকে যাব ৷’’

ফেব্রুয়ারির শুরুতেই পিকে ঘোষণা করেছিলেন, তিনি বিজয় এবং টিভিকে’র ‘বিশেষ উপদেষ্টা’ হিসেবে কাজ করবেন । তিনি বলেন, ‘‘যদি আমি আগামী বছর টিভিকে’কে জিতিয়ে দিই, তাহলে কে বেশি জনপ্রিয় হবে ? আমার বন্ধু ‘বিহারী’ ধোনি, যিনি প্রতিবার চেন্নাই সুপার কিংসকে জিতিয়ে দেন, নাকি আমি ? তাই আমাকে ধোনির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে । আমি আপনাদের নেতার (বিজয়) নেতৃত্বে টিভিকে’কে জিতিয়ে দেব । সেই কারণেই আমি এখানে ৷’’

এদিন ইংরেজিতে ভাষণ দিলেও পিকে’র প্রতিশ্রুতি, পরের বছর টিভিকে জিতলে ধন্যবাদ ভাষণ দেওয়ার জন্য তামিল শিখবেন । পিকে বলেন, ‘‘আমি তামিল বলতে পারি না ৷ কিছুটা বুঝতে পারি মাত্র। কথা দিচ্ছি টিভিকে জিতলে আমি এখানে ধন্যবাদ ভাষণ দিতে আসব, তখন তা তামিল ভাষায় দেব। ভারতের প্রতিটি রাজ্যের নিজস্ব সমস্যা রয়েছে ৷ প্রত্যেকের ইতিহাসও গর্বের। তবে সম্প্রতি ভারতকে গুজরাত মডেলই সেরা মডেল বলে বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে । আমি মনে করি দুর্নীতি, সাম্প্রদায়িকতা এবং রাজবংশ ছাড়া তামিলনাড়ুর উন্নয়নের মডেল অন্যান্য সমস্ত রাজ্যের জন্য অনুসরণ করার মতো মডেল ৷’’

Prashant Kishor Challenges Dhoni
প্রতিশ্রুতি ‘বিহারীবাবু’ পিকে’র (ইটিভি ভারত)

এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন জন-সুরজ পার্টির এই প্রতিষ্ঠাতা ৷ প্রশান্ত কিশোর বলেন, ‘‘যখন জনসংখ্যার 20 শতাংশ ভয়ের মধ্যে বাস করে, তখন একটি জাতির উন্নয়ন সম্ভব নয় । আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার বিষয়ে অনেক আলোচনা হচ্ছে । অথচ জনসংখ্যার একটা বড় অংশের দিন কাটছে ভয়ে। ’’

2023 সালের বিধানসভা নির্বাচনের জন্য টিভিকে’র প্রস্তুতিতে তাঁর ভূমিকা

অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অনেকে মনে করেন পিকে আসায় টিভিকে’র জয়ের সম্ভাবনা বেশি । কিন্তু জয় বা চূড়ান্ত ফলাফল পিকে’র কোনও অবদান নেই ৷ সবই আপনাদের কাজের সঙ্গে, আপনাদের নেতার কাজের সঙ্গে সম্পর্কিত ৷ আমি আমার ভাই, আমার বন্ধু বিজয়কে সাহায্য করছি না । ওর এসবের প্রয়োজন নেই । আমি ঘোষণা করেছিলাম যে কোনও নেতা বা দলের সঙ্গে কাজ করব না ৷ কিন্তু বিজয় আমার কাছে কোনও রাজনৈতিক নেতা নয়, তিনি তামিলনাড়ুর জন্য একটি নতুন আশা । সেই কারণেই আমি এখানে । টিভিকে আমার কাছে কোনও রাজনৈতিক দল নয়, এটি লক্ষ লক্ষ মানুষের আন্দোলন যারা তামিলনাড়ুতে একটি রাজনৈতিক শৃঙ্খলা দেখতে চায় ।’’

আরও পড়ুন

মহাবলিপুরম (তামিলনাড়ু), 26 ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজগমের (টিভিকে) বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ৷ বাংলা-সহ একাধিক রাজ্যের ভোটে ‘খেল’ দেখানো পিকে’র প্রতিশ্রুতি, তামিলনাড়ুতে জনপ্রিয়তার দিক থেকে মহেন্দ্র সিং ধোনিকেও ছাড়িয়ে যাবেন তিনি ।

বুধবার টিভিকে’র একটি অনুষ্ঠানে অভিনেতা বিজয়ের পাশে বসে পিকে দাবি করেন, ধোনি হলেন ‘একমাত্র বিহারী’ যিনি তামিলনাড়ুতে তাঁর থেকেও বেশি জনপ্রিয়। তিনি বলেন, ‘‘ধোনি হলেন একমাত্র বিহারী যিনি তামিলনাড়ুতে আমার চেয়েও বেশি জনপ্রিয় ৷ কিন্তু ভুল করবেন না, পরের বছর যখন আমি নির্বাচনে অবদান রাখব এবং আপনাদের জয়লাভ করতে সাহায্য করব, তখন আমি জনপ্রিয়তার দিক থেকে ধোনিকেও টপকে যাব ৷’’

ফেব্রুয়ারির শুরুতেই পিকে ঘোষণা করেছিলেন, তিনি বিজয় এবং টিভিকে’র ‘বিশেষ উপদেষ্টা’ হিসেবে কাজ করবেন । তিনি বলেন, ‘‘যদি আমি আগামী বছর টিভিকে’কে জিতিয়ে দিই, তাহলে কে বেশি জনপ্রিয় হবে ? আমার বন্ধু ‘বিহারী’ ধোনি, যিনি প্রতিবার চেন্নাই সুপার কিংসকে জিতিয়ে দেন, নাকি আমি ? তাই আমাকে ধোনির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে । আমি আপনাদের নেতার (বিজয়) নেতৃত্বে টিভিকে’কে জিতিয়ে দেব । সেই কারণেই আমি এখানে ৷’’

এদিন ইংরেজিতে ভাষণ দিলেও পিকে’র প্রতিশ্রুতি, পরের বছর টিভিকে জিতলে ধন্যবাদ ভাষণ দেওয়ার জন্য তামিল শিখবেন । পিকে বলেন, ‘‘আমি তামিল বলতে পারি না ৷ কিছুটা বুঝতে পারি মাত্র। কথা দিচ্ছি টিভিকে জিতলে আমি এখানে ধন্যবাদ ভাষণ দিতে আসব, তখন তা তামিল ভাষায় দেব। ভারতের প্রতিটি রাজ্যের নিজস্ব সমস্যা রয়েছে ৷ প্রত্যেকের ইতিহাসও গর্বের। তবে সম্প্রতি ভারতকে গুজরাত মডেলই সেরা মডেল বলে বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে । আমি মনে করি দুর্নীতি, সাম্প্রদায়িকতা এবং রাজবংশ ছাড়া তামিলনাড়ুর উন্নয়নের মডেল অন্যান্য সমস্ত রাজ্যের জন্য অনুসরণ করার মতো মডেল ৷’’

Prashant Kishor Challenges Dhoni
প্রতিশ্রুতি ‘বিহারীবাবু’ পিকে’র (ইটিভি ভারত)

এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন জন-সুরজ পার্টির এই প্রতিষ্ঠাতা ৷ প্রশান্ত কিশোর বলেন, ‘‘যখন জনসংখ্যার 20 শতাংশ ভয়ের মধ্যে বাস করে, তখন একটি জাতির উন্নয়ন সম্ভব নয় । আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার বিষয়ে অনেক আলোচনা হচ্ছে । অথচ জনসংখ্যার একটা বড় অংশের দিন কাটছে ভয়ে। ’’

2023 সালের বিধানসভা নির্বাচনের জন্য টিভিকে’র প্রস্তুতিতে তাঁর ভূমিকা

অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অনেকে মনে করেন পিকে আসায় টিভিকে’র জয়ের সম্ভাবনা বেশি । কিন্তু জয় বা চূড়ান্ত ফলাফল পিকে’র কোনও অবদান নেই ৷ সবই আপনাদের কাজের সঙ্গে, আপনাদের নেতার কাজের সঙ্গে সম্পর্কিত ৷ আমি আমার ভাই, আমার বন্ধু বিজয়কে সাহায্য করছি না । ওর এসবের প্রয়োজন নেই । আমি ঘোষণা করেছিলাম যে কোনও নেতা বা দলের সঙ্গে কাজ করব না ৷ কিন্তু বিজয় আমার কাছে কোনও রাজনৈতিক নেতা নয়, তিনি তামিলনাড়ুর জন্য একটি নতুন আশা । সেই কারণেই আমি এখানে । টিভিকে আমার কাছে কোনও রাজনৈতিক দল নয়, এটি লক্ষ লক্ষ মানুষের আন্দোলন যারা তামিলনাড়ুতে একটি রাজনৈতিক শৃঙ্খলা দেখতে চায় ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.