ওয়েনাড়, 3 এপ্রিল:একেই বলে ফ্রেন্ডলি ম্যাচ! ওয়েনাড়ে মুখোমুখি 'ইন্ডিয়া' ব্লকের দুই সদস্য দল ৷ 2019 সালের মতোই ওয়েনাড় থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী সিপিআই নেত্রী অ্যানি রাজা ৷ লোকসভা নির্বাচনে দেশের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র কেরলের ওয়েনাড় ৷
বুধবারই দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন ৷ 2019 সালে এই কেন্দ্র থেকেই 70 হাজারেরও বেশি মার্জিনে জয়ী হয়েছিলেন রাহুল ৷ তাঁর পর দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের পিপি সুনীর ৷ কেরলে লোকসভা ভোট 26 এপ্রিল ৷ এখানে কংগ্রেস-সিপিআইয়ের লড়াই হবে বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রনের সঙ্গে ৷
এলডিএফ শাসিত কেরলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই, শাসকদল সিপিআই(এম)-এর শরিক ৷ এদিকে সিপিআই ও কংগ্রেস - দু'দলই বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের সদস্য ৷ এদিকে দক্ষিণে এই রাজ্যে কিন্তু দু'টি দলই একে অপরের চরম বিরোধী ৷ তারা নিজের নিজের শক্তিশালী প্রার্থীকে দাঁড় করিয়েছে এই কেন্দ্র থেকে ৷ সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজা ৷