নয়াদিল্লি, 2 এপ্রিল: ভুল তথ্য ছড়ানো আটকাতে ও নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা বজায় রাখতে ভারতের নির্বাচন কমিশন মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে 'মিথ বনাম রিয়ালিটি রেজিস্টার' চালু করেছে । এ দিন নয়াদিল্লিতে কমিশনের দফতর নির্বাচন সদনে এই রেজিস্টার চালু করা হয় ৷ সেখানে ছিলেন মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু ৷ জনসাধারণ কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই রেজিস্টার ব্যবহার করতে পারবেন ৷
কমিশন জানিয়েছে, এখানে সব তথ্য ক্রমাগত আপডেট করা হবে ভুয়ো খবর আটকাতে৷ তাছাড়া ভোট পরিচালনা সংক্রান্ত নতুন নতুন তথ্য দেওয়া হবে ৷ কমিশন মনে করছে, আসন্ন লোকসভা নির্বাচনের সময় ভুল তথ্য় ছড়ানো আটকানোর ক্ষেত্রে এই রেজিস্টার তৈরির বিষয়টি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে ৷ গত 16 মার্চ নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে ৷ সেদিনই কমিশন জানিয়েছিল যে এবারের নির্বাচনে ভুল তথ্য আটকানো তাদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ ৷