নয়াদিল্লি, 16 মার্চ: কয়েক ঘণ্টার মধ্যেই দেশের নির্বাচন কমিশন (ইসিআই) আজ শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে। তার আগে বেশ কয়েকটি সমীক্ষা এবং প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ভারতের লোকসভা নির্বাচন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনগুলির মধ্যে একটি। যদিও নির্বাচনী খরচ রাজনৈতিক দলগুলি এবং তাদের প্রার্থীরাই মূলত করে থাকে ৷ অন্যদিকে নির্বাচন কমিশনের জন্যও কেন্দ্রী সরকার বাজেট বরাদ্দ করে ৷ নির্বাচনী ব্যয়ের জন্য বরাদ্দ 2023 সালে দুই হাজার 183 কোটি টাকা থেকে বেড়ে দুই হাজার 442 কোটি টাকা করা হয়েছে ৷ যা গত মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দ্বারা পেশ করা অন্তর্বর্তী বাজেট 2024-এ বরাদ্দ করা হয়েছে।
এর মধ্যে এক হাজার কোটি টাকা লোকসভা নির্বাচনের জন্য খরচ হবে বলে জানা গিয়েছে ৷ যা গত বছর বরাদ্দ করা 180 কোটি টাকা থেকেও বেশি। একইভাবে, ভোটার পরিচয়পত্রের জন্য গত বছর মাত্র 18 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা এই বছর বেড়ে 404.81 কোটি টাকা করা হয়েছে। 2023-24 সালে ভোটার আইডি কার্ডের জন্য সংশোধিত বাজেট ছিল 79.66 কোটি টাকা।
ইভিএমের জন্য বাজেটে বরাদ্দ হয়েছে 34.84 কোটি টাকা। অন্যান্য নির্বাচনী ব্যয়ের অধীনে মোট এক হাজার তিন কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আসন্ন অর্থবর্ষের জন্য নির্বাচন সম্পন্নের জন্য মোট বরাদ্দের ক্ষেত্রে এটি দাঁড়িয়েছে দুই হাজার 408 কোটি টাকা। এই অর্থবছরে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকেও 321.89 কোটি টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে 306.06 কোটি টাকা নির্বাচন পরিচালনার জন্য ব্যয় করা হবে বলে জানা গিয়েছে ৷