পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কত হাজার কোটি টাকার খরচ হবে লোকসভা ভোটে ? জেনে নিন কমিশনের এবারের বাজেট

Lok Sabha Election 2024: নির্বাচনী ব্যয়ের জন্য বরাদ্দ 2023 সালে দুই হাজার 183 কোটি টাকা থেকে বেড়ে দুই হাজার 442 কোটি করা হয়েছে ৷ অন্তর্বর্তী বাজেট 2024-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বরাদ্দ করেছেন ৷ এই অর্থবছরে নির্বাচন পরিচালনার জন্য ইসিআই-কে 321.89 কোটি টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে 306.06 কোটি টাকা নির্বাচন পরিচালনার জন্য ব্যয় করার জন্য নির্ধারণ করা হয়েছে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 10:26 AM IST

Updated : Mar 16, 2024, 10:37 AM IST

নয়াদিল্লি, 16 মার্চ: কয়েক ঘণ্টার মধ্যেই দেশের নির্বাচন কমিশন (ইসিআই) আজ শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে। তার আগে বেশ কয়েকটি সমীক্ষা এবং প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ভারতের লোকসভা নির্বাচন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনগুলির মধ্যে একটি। যদিও নির্বাচনী খরচ রাজনৈতিক দলগুলি এবং তাদের প্রার্থীরাই মূলত করে থাকে ৷ অন্যদিকে নির্বাচন কমিশনের জন্যও কেন্দ্রী সরকার বাজেট বরাদ্দ করে ৷ নির্বাচনী ব্যয়ের জন্য বরাদ্দ 2023 সালে দুই হাজার 183 কোটি টাকা থেকে বেড়ে দুই হাজার 442 কোটি টাকা করা হয়েছে ৷ যা গত মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দ্বারা পেশ করা অন্তর্বর্তী বাজেট 2024-এ বরাদ্দ করা হয়েছে।

এর মধ্যে এক হাজার কোটি টাকা লোকসভা নির্বাচনের জন্য খরচ হবে বলে জানা গিয়েছে ৷ যা গত বছর বরাদ্দ করা 180 কোটি টাকা থেকেও বেশি। একইভাবে, ভোটার পরিচয়পত্রের জন্য গত বছর মাত্র 18 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা এই বছর বেড়ে 404.81 কোটি টাকা করা হয়েছে। 2023-24 সালে ভোটার আইডি কার্ডের জন্য সংশোধিত বাজেট ছিল 79.66 কোটি টাকা।

ইভিএমের জন্য বাজেটে বরাদ্দ হয়েছে 34.84 কোটি টাকা। অন্যান্য নির্বাচনী ব্যয়ের অধীনে মোট এক হাজার তিন কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আসন্ন অর্থবর্ষের জন্য নির্বাচন সম্পন্নের জন্য মোট বরাদ্দের ক্ষেত্রে এটি দাঁড়িয়েছে দুই হাজার 408 কোটি টাকা। এই অর্থবছরে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকেও 321.89 কোটি টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে 306.06 কোটি টাকা নির্বাচন পরিচালনার জন্য ব্যয় করা হবে বলে জানা গিয়েছে ৷

সরকারি কাজের জন্য আলাদা করে রাখা অর্থ হল 2.01 কোটি টাকা। প্রশাসনিক পরিষেবার জন্য বরাদ্দ করা হয়েছে 13.82 কোটি টাকা। উল্লেখ্য, অর্থমন্ত্রী, গত বছর সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন, নির্বাচন সংক্রান্ত ব্যয়ের জন্য তিন হাজার 147.92 কোটি টাকা এবং নির্বাচন কমিশনের প্রশাসনের জন্য 73.67 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ পেশ করেছিলেন। আগের বছরের জন্য, নির্বাচন কমিশনকে 466.4 কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। এছাড়াও, 2014 লোকসভা নির্বাচনে তিন হাজার 870 কোটি টাকা খরচ হয়েছিল।

আরও পড়ুন

আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা, ক'দফায় ভোট, নজর সেদিকেই

লোকসভা ভোটের প্রাকক্কালে জাতির উদ্দেশে খোলা চিঠি প্রধানমন্ত্রী মোদির

Last Updated : Mar 16, 2024, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details