পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শুরু হল চারধাম যাত্রা, শুক্র সকালে 2500 কিলো ফুলে সাজল কেদারনাথ মন্দির - Char Dham Yatra 2024 - CHAR DHAM YATRA 2024

Kedarnath Temple Open in Uttarakhand: বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একাদশ জ্যোতির্লিঙ্গ কেদারনাথ ধামের দরজা খুুলল ৷ চারধাম যাত্রার মধ্যে রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। শুক্র সকালে 7টা 15 নাগাদ বৈদিক মন্ত্রের সুরে ভক্তদের কেদারনাথ মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হয় ৷ যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দিরের দ্বার খুলতে চলতে চলেছে সকাল 10টায় ৷ আগামী 12 মে খুলবে বদ্রীনাথের মন্দিরের দরজা ৷

Kedarnath Temple Open in Uttarakhand
কেদারনাথ মন্দির (পুষ্কর সিং ধামির এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 8:11 AM IST

Updated : May 10, 2024, 11:19 AM IST

কপাট খুুলল কেদারনাথ মন্দিরের (ইটিভি ভারত)

রুদ্রপ্রয়াগ, 10 মে: অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে 2024 সালের চারধাম যাত্রা শুরু হল ৷ বছরের মধ্যে ছয় মাস বন্ধ থাকার পর প্রতিবছর অক্ষয় তৃতীয়ার পরে কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয় তীর্থযাত্রীদের জন্য ৷ এবার শুক্র সকালে খোলা হল কেদারনাথ মন্দিরের দরজা। গতকাল, বৃহস্পতিবার তারই প্রস্তুতি চলছে জোরকদমে। আজ, সকাল 7টা 15 নাগাদ ভক্তদের জন্য বৈদিক মন্ত্রের সঙ্গে দর্শনের জন্য বাবা কেদারের দরজা খুলে দেওয়া হয়। এই সময় সমগ্র কেদারপুরী 'ব্যোম-ব্যোম ভোলে', 'জয় বাবা কেদার' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। 24 কুইন্ট্যাল ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো মন্দির ৷

চারধাম যাত্রার মধ্যে রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দিরের দ্বার আজ সকাল 10টায় খুলতে চলতে চলেছে ৷ আর আগামী 12 মে খুলবে বদ্রীনাথ মন্দিরের দরজা ৷ এদিন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ, কেদারনাথ রাওয়াল ভীমাশঙ্কর লিঙ্গ, প্রধান পুরোহিত শিব শঙ্কর লিঙ্গ, প্রশাসন, বিকেটিসি কর্মকর্তা এবং শতাধিক তীর্থযাত্রীর উপস্থিতিতে দরজা খুলে দেন ৷ আজ সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত একটানা দর্শন চলবে। এরপর, 11 মে শনিবার কেদারনাথে রক্ষক দেবতা হিসাবে ভগবান ভৈরবনাথের দরজা খোলার সঙ্গে সঙ্গে মন্দিরে বাবা কেদারের আরতি এবং ভোগ প্রসাদের আয়োজন শুরু হবে।

এপ্রসঙ্গে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় বলেন, "দরজা খোলার প্রস্তুতি জোরকদমে চলছে আর 24 কুইন্ট্যাল ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে। ইতিমধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে ভক্ত ও পুণ্যার্থীদের কেদারনাথ ধামে আসার জন্য স্বাগত জানিয়ে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "চারধাম যাত্রা 2024-এ শ্রী কেদারনাথ ধামে সমস্ত ভক্তদের আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি ৷"

রুদ্রপ্রয়াগের ডিএম সৌরভ গহরওয়ার এবং পুলিশ সুপার বিশাখা ভাদানে মন্দিরের দরজা খোলার আগে কেদারনাথে পৌঁছন ৷ ডিএম-এর নেতৃত্বে, কেদারপুরীর মন্দাকিনী এবং সরস্বতী নদী-সহ ঘাটগুলি পরিষ্কার রাখার জন্য স্বচ্ছতা অভিযান চালানো হয়। চারধাম যাত্রায় পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেন এবং ক্রমাগত পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে প্রতিদিন কতজন করে পুণ্যার্থী চারধাম যাত্রায় অংশগ্রহণ করতে পারবেন, তার সর্বোচ্চ সংখ্যা নির্দিষ্ট করে বেঁধে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। চারধাম যাত্রার জন্য নাম নথিভুক্তিকরণ চলছে পুরোদমে। এই বছর বিরাট সংখ্যক তীর্থযাত্রী চারধাম যাত্রায় অংশ নিতে চলেছেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠার আবহেই বরফে ঢাকল কেদারনাথ
  2. সোনাদানা নয়, অক্ষয় তৃতীয়ায় রাশি মিলিয়ে এই সাধারণ জিনিস কিনলেই ফিরবে ভাগ্য
  3. অক্ষয় তৃতীয়ায় ভাগ্য ফিরবে মকরের, বাকিদের কপালে কী রয়েছে ?
Last Updated : May 10, 2024, 11:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details