নয়াদিল্লি, 14 এপ্রিল:আরও 10 আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। দিল্লির তিনটির পাশাপাশি পঞ্জাবের ছটি এবং উত্তরপ্রদেশের একটি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। এই তালিকায় বড় চমকও দিয়েছে কংগ্রেস। এর মধ্যে কানহাইয়া কুমার উত্তর-পূর্ব দিল্লি থেকে প্রার্থী হচ্ছেন। এখানকার সাংসদ বিজেপি নেতা মনোজ তিওয়ারি। এবার ও তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। ফলে এবার মনোজের মুখোমুখি কানহাইয়া।
লোকসভা নির্বাচনে কানহাইয়ার লড়াই অবশ্য এবারই প্রথম নয়। গতবারের নির্বাচনেও লড়েছিলেন জেএনইউ-এর এই প্রাক্তন ছাত্রনেতা। তখন তিনি বাম শিবিরে। বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে সিপিআই। বিপক্ষে ছিলেন বিজেপির গিরিরাজ সিং। প্রায় 4 লাখের কাছাকাছি ভোটে কেন্দ্রীয় মন্ত্রীর হেরে যান কানহাইয়া । এরপর শিবির বদল করেন। রাহুল গান্ধির থেকে ভারতের সংবিধান উপহার পান। কংগ্রেসের সদস্য হন। এবার তাঁকেই প্রার্থী করেছে কংগ্রেস।