নয়াদিল্লি, 11 মার্চ:চার বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ৷ সেই মর্মে নির্বাচনের দিন ঘোষণা করা হল ৷ রবিবার গভীর রাতে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিটি। নির্বাচন কমিটির চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার নির্বাচন কমিটির 40 সদস্যের সঙ্গে আলোচনার পর লিখিত আকারে ছাত্র সংসদের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেন। আগামী 22 মার্চ অর্থাৎ, চার বছরেরও বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জেএনইউ'য়ে ৷
জানা গিয়েছে, সোমবার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর মঙ্গলবার সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তালিকায় নাম সংক্রান্ত কোনও আপত্তি, নাম সংযোজন কিংবা বাতিলের কাজ চলবে। জানানো হয়েছে, আগামী 15 মার্চ থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে এবং 22 মার্চ ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে ৷ আগামী 24শে মার্চ নির্বাচনের ফল ঘোষণা হবে ৷ ফেব্রুয়ারি মাসে জেএনইউ'য়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর নির্বাচনী কমিটি গঠনের জন্য জিবিএম পরিচালনার প্রক্রিয়াও শুরু হয়। সম্প্রতি, 4 মার্চ সমস্ত জিবিএম প্রক্রিয়া শেষ হওয়ার পরে, 6 মার্চ অধ্যাপক মনুরাধা চৌধুরী নির্বাচন কমিটির অনুমোদন করেন ৷ এরপর থেকে নির্বাচনী কমিটি কাজ শুরু করে ৷