পশ্চিমবঙ্গ

west bengal

'জয় নিয়ে আত্মবিশ্বাসী', আস্থাভোটের আগের রাতে রাঁচি ফিরে জানালেন জোটের বিধায়করা

By PTI

Published : Feb 5, 2024, 7:50 AM IST

Trust Vote in Jharkhand Assembly: সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় আস্থাভোটের আগে ঘোড়া কেনাবেচার আশঙ্কা করেছিল জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার ৷ তাই বিধায়কদের পাঠিয়ে দেওয়া হয়েছিল হায়দরাবাদে ৷ রবিবার সন্ধেয় চার্টার ফ্লাইটে রাঁচি ফিরলেন তাঁরা ৷

Trust Vote in Jharkhand Assembly
রাঁচি ফিরলেন জোটের বিধায়করা

রাঁচি, 5 ফেব্রুয়ারি: ইডি হেফাজতে হেমন্ত সোরেন ৷ রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে দিনকয়েক আগে শপথ নিয়েছেন চম্পাই সোরেন ৷ তবে বিধানসভায় ভোটের মধ্যে দিয়ে আস্থা অর্জন করতে হবে তাঁকে ৷ সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় সেই আস্থাভোটের আগে ঘোড়া কেনাবেচার আশঙ্কা করেছিল জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার ৷ তাই বিধায়কদের পাঠিয়ে দেওয়া হয়েছিল হায়দরাবাদে ৷

তবে আস্থাভোটের আগের রাতে নিজামের শহর থেকে ফের রাঁচিতে ফিরলেন জোট বিধায়করা ৷ চম্পাই সোরেনের নেতৃত্বে জোট সরকার যদিও সোমবার বিধানসভায় আস্থা অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ রবিবার বিরসা মুন্ডা বিমানবন্দরে চার্টার বিমানে অবতরণ করেন জোটের বিধায়কেরা ৷ এরপর দু'টি বাসে তাঁদের নিয়ে যাওয়া হয় সার্কিট হাউজে ৷

মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের সঙ্গে নয়া মন্ত্রী হিসেবে শপথ নেওয়া কংগ্রেস নেতা আলমগির আলম বলেন, "আমাদের বিধায়কেরা ঐক্যবদ্ধ রয়েছে ৷ 48-50 জনের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে ৷" জেএমএম বিধায়ক মিথিলেশ ঠাকুর আবার একধাপ এগিয়ে দাবি করেন যে, বেশ কিছু বিজেপি বিধায়কের সমর্থনও জোটের পক্ষে রয়েছে ৷ যদিও বিজেপি বলছে, আস্থাভোটে জোটের পতন নিশ্চিত ৷ পরাজয় নিশ্চিট জেনেই বিধায়কদের ভিনরাজ্যে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন বিজেপির চিফ হুইপ বিরাঞ্চি নারায়ণ ৷

81 আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা অর্জনের জন্য জোটের চাই জেএমএম নেতৃত্বাধীন জোটের চাই 41টি ভোট ৷ সবমিলিয়ে দাবি, পালটা-দাবির মধ্যে সোমবার বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, আরজেডি'র জোট (47 জন বিধায়ক) আস্থা অর্জনে সক্ষম হয় কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ পাঁচদিনের ইডি হেফাজতে থাকলেও বিশেষ আদালতের নির্দেশ এদিন আস্থাভোটে অংশ নেবেন হেমন্ত সোরেনও ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রী পদে দুপুরেই শপথ চম্পাই সোরেনের, ডেপুটি হেমন্তের ভাই
  2. ঝাড়খণ্ডে ফের নাটক! কুয়াশার জেরে বাতিল বিমান, জেএমএম বিধায়কদের থেকে যেতে হল রাঁচিতেই
  3. হেমন্ত সোরেনকে গ্রেফতার করল ইডি, নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন; বিজেপিকে তোপ রাহুলের

ABOUT THE AUTHOR

...view details