পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জিও-র 15 টাকার রিচার্জ বেড়ে 19, দামি হতে পারে ভোডাফোন-এয়ারটেলও - JIO MOBILE SERVICE RATE - JIO MOBILE SERVICE RATE

Jio to Raise Mobile Services Rate: 15 টাকার রিচার্জ বেড়ে হতে চলেছে 19 ৷ এই হারেই মোবাইল পরিষেবার দাম বাড়াতে চলেছে জিও ৷ রিচার্জ করতে গেলে এখন খসবে আরও বেশি টাকা ৷ সার্ভিস চার্জ বাড়াতে পারে ভোডাফোন-এয়ারটেলও ৷

Jio to raise Mobile Services Rat
পরিষেবা মূল্য বাড়াল Jio (ইটিভি ভারত)

By PTI

Published : Jun 27, 2024, 9:08 PM IST

Updated : Jun 27, 2024, 9:27 PM IST

নয়াদিল্লি, 27 জুন: হাতে আর মাত্র 6 দিন ৷ তারপর বাড়ছে জিও’র রিচার্জের খরচ ৷ টেলিকম সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, 3 জুলাই থেকে বাড়ছে সার্ভিস চার্জ ৷ 12 থেকে 27 শতাংশ বাড়বে খরচ ৷ শুধু তাই নয়, বিনামূল্যে যে 5জি পরিষেবা পেতেন গ্রাহকরা তাও নিয়ন্ত্রণ করা হবে ৷ আড়াই বছর পর প্রথম সার্ভিস চার্জ বাড়াল রিলায়েন্সের এই টেলি-কমিউনিকেশন সংস্থা ৷

দেশে প্রায় 47 কোটি গ্রাহক রয়েছে জিও’র ৷ টেলি-কমিউনিকেশন মার্কেটের 41 শতাংশ শেয়ারই তাদের নিয়ন্ত্রণে ৷ বিশেষজ্ঞদের প্রত্যাশা মতোই স্পেকট্রাম নিলামের পরই বাড়ানো হচ্ছে সার্ভিস চার্জ । বিশেষজ্ঞদের ধারণা, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও শীঘ্রই তাদের মোবাইল পরিষেবার হার বাড়াতে পারে । রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ অম্বানি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘‘নতুন পরিকল্পনার প্রবর্তন করতে হলে শিল্প উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন ৷ 5G এবং AI প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তির বৃদ্ধির দিকে এটি একটি পদক্ষেপ ।"

প্রায় সব প্ল্যানেই মোবাইল পরিষেবার খরচ বাড়িয়েছে জিও। সর্বনিম্ন রিচার্জের দাম 19 টাকায় বাড়ানো হচ্ছে, 1 জিবি ডেটা অ্যাড-অন-প্যাকের জন্য 15 টাকার থেকে যা প্রায় 27 শতাংশ বেশি ৷ 75 জিবি পোস্ট-পেইড ডেটা প্ল্যানের দাম এখন 399 টাকা ৷ তা বেড়ে হচ্ছে 449 টাকা । জিও 84-দিনের জনপ্রিয় 666 টাকার আনলিমিটেড প্ল্যানের দাম প্রায় 20 শতাংশ বাড়িয়ে 799 টাকা করেছে । বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম 20-21 শতাংশ বেড়ে 1,559 টাকা থেকে 1,899 টাকা এবং 2,999 টাকা থেকে 3,599 টাকা হবে ৷ মাঝারি পরিসরের মোবাইল পরিষেবা প্ল্যানগুলিতে 19-21 শতাংশ বৃদ্ধি হবে ৷

Last Updated : Jun 27, 2024, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details